বুধবার ● ১৫ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি জার্নাল » এয়ারটেলের থ্রিজি সেবা এখন যশোর
এয়ারটেলের থ্রিজি সেবা এখন যশোর
মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড যশোর শহরের বিভিন্ন স্থানে একটি বর্ণীল র্যালির মাধ্যমে যশোরে তাদের থ্রিজি সেবা চালু করেছে। থ্রিজি সেবার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথ ওয়েস্ট জোনের জোনাল বিজনেস ম্যানেজার এফএম শাহরিয়ার ওমর প্রিন্স; জোনাল সেলস ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম; যশোরের টেরিটরি ম্যানেজার ইকবাল হোসেন এবং এয়ারটেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।
সর্বোত্তম মানের সেবা প্রদান এবং বাংলাদেশের থ্রিজি নেটওয়ার্কের স¤প্রসারণ এয়ারটেলের মূল লক্ষ্য। এয়ারটেল বিশ্বাস করে থ্রিজি সেবার প্রচলন নতুন নতুন সুযোগের সৃষ্টি করবে এবং এটি শহরে আরো উন্নয়ন আনবে। এয়ারটেল ইতিমধ্যেই বাংলাদেশের গুরুত্বপুর্ণ অঞ্চলে সমূহ যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বগুড়া, খুলনা, রাজশাহী, কক্স’স বাজার, রংপুর, চাঁদপুর, বরিশাল, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া এবং এখন যশোরও এই তালিকায় যুক্ত হল।
এয়ারটেলের ম্যানেজিং ডিরেক্টর এবং চীফ এক্সিকিউটিভ অফিসার পিডি শর্মা বলেন, ” এয়ারটেলে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য যুগান্তকারী এবং সর্বোচ্চ মানের সেবা প্রদানের চেষ্টা করে থাকি। দেশব্যাপী থ্রিজি নেটওয়ার্কের স¤প্রসারণের মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আরো বিশ্বাস করি এই থ্রিজি সেবা সারা দেশের মানুষের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এবার আমরা যশোরে থ্রিজি চালু করছি এবং আমরা বিশ্বাস করি এটি যশোরের জনগণের জীবনের প্রতিটি ক্ষেত্রে আরো উন্নত সুবিধা এনে দেবে।”