মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অ্যামাজন ওয়েব সার্ভিস পার্টনার নেটওয়ার্কে যুক্ত হলো জিএ্যান্ডআর
অ্যামাজন ওয়েব সার্ভিস পার্টনার নেটওয়ার্কে যুক্ত হলো জিএ্যান্ডআর
অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস) ক্লাউডের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামো, পরিকল্পনা, বিস্তার এবং অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনায় সাহায্য করবে দেশের বৃহত্তম অ্যাড নেটওয়ার্ক প্রতিষ্ঠান জিএ্যান্ডআর।
সম্প্রতি গ্রীন এন্ড রেড টেকনোলজিস লিমিটেড (জিএ্যান্ডআর) আজ অ্যামাজন ওয়েব সার্ভিস (এডব্লিউএস) পার্টনার নেটওয়ার্ক (এপিএন)-এর বাংলাদেশে পরিচালিত একটি স্ট্যান্ডার্ড কনসালটিং পার্টনার হিসেবে নিজেদের সদস্যপদ ঘোষণা করলো।
অ্যামাজন ওয়েব সার্ভিস কনসালটিং পার্টনার হলো পেশাদার সেবাদানকারী প্রতিষ্ঠান, যারা অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে বিভিন্ন গ্রাহকদের যে কোন ধরনের কাজের নকশা, অবকাঠামো, নির্মাণ, স্থানান্তর এবং তাদের কাজের ব্যবস্থাপনা ও অ্যাপ্লিকেশন পরিচালনায় সাহায্য করে।
জিএ্যান্ডআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নাশিত ইসলাম বলেন, ‘জিএ্যান্ডআর অ্যাড নেটওয়ার্ক, অ্যামাজন ওয়েব সার্ভিস ক্লাউড প্ল্যাটফর্মের সহায়তায় বিপুল পরিমান তথ্যভান্ডার নিয়ে কাজ করছে এবং প্রতি মাসে ৫০ কোটি (৫০০ মিলিয়ন ডলার) বিজ্ঞাপন পরিবেশন করে যাচ্ছে। অ্যামাজন ওয়েব সার্ভিসের কনসালটিং পার্টনার হিসেবে আমাদের লক্ষ্য বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানসমূহকে তথ্যসমৃদ্ধ করার লক্ষ্যে সময়োপযোগী কারিগরী নির্দেশনা এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।’
জিএ্যান্ডআর বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের বৃদ্ধি ও এটিকে কার্যকর করার লক্ষ্যে অ্যামাজন ওয়েব সার্ভিস ক্লাউড প্ল্যাটফর্মের সাথে কাজ করে যাবে।
জিএ্যান্ডআর বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম অনলাইন বিজ্ঞাপন বাজার, যা স্থানীয় ওয়েবসাইট মালিক এবং বিজ্ঞাপনদাতাদের সংযুক্ত করছে। বর্তমানে জিএ্যান্ডআর প্রতিদিন সহস্রাধিক বাংলা ওয়েবসাইটে ২ কোটিরও বেশি অনলাইন ব্যানার বিজ্ঞাপন পরিবেশন করে।