সোমবার ● ১৩ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » এবার টাকা পাঠান টুইটারের মাধ্যমে
এবার টাকা পাঠান টুইটারের মাধ্যমে
চলতি সপ্তাহেই ট্যুইটার চালু করতে চলেছে নতুন পরিষেবা। এবার এই মাইক্রো ব্লগিং সাইটের মাধ্যমে পাঠানো যাবে টাকা। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক বিপিসিই গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে ট্যুইটার চালু করছে এই পরিষেবা। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে সংস্থা সূত্রে এ খবর জানানো হয়েছে। ইন্টারনেট দুনিয়ায় জোর গুঞ্জন, দুই প্রতিদ্বন্দ্বী সংস্থা ফেসবুক ও অ্যাপেলকে কড়া টক্কর দিতেই এই পরিষেবা চালু করল ট্যুইটার। মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা পাঠানোর নতুন পদ্ধতিকে হাতিয়ার করে নিজেদের হারানো জমি ফিরে পেতে চাইছে ট্যুইটার।
ব্যাংক সূত্রে জানা গেছে, ফ্রান্সের বাসিন্দাদের ট্যুইটারে এক ব্যাক্তির কাছ থেকে অপরজনের কাছে টাকা পাঠানোর এই পরিষেবা চালু করা হচ্ছে। ট্যুইট করে টাকা পাঠানোর পর প্রেরক ও গ্রাহক-দুজনের মোবাইলে আসবে একটি করে এসএমএস। যার ফলে এই পরিষেবা ব্যবহার করে প্রতারণার ভয় নেই। গত সপ্তাহেই ট্যুইটার ‘ডাবড ট্যুইটার বাই’ সার্ভিস চালু করেছে। যার মাধ্যমে ট্যুইট পরিষেবা ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় পণ্য কেনাবেচা করতে পারবেন।