সোমবার ● ১৩ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » প্রজেক্টরযুক্ত লেনোভোর ইয়োগা ট্যাবলেট
প্রজেক্টরযুক্ত লেনোভোর ইয়োগা ট্যাবলেট
প্রযুক্তিপণ্য নির্মাতা লেনোভোর ইয়োগা ট্যাবলেটের নতুন মডেলটি অন্য মডেলের থেকে ভিন্ন। কারণ এতে যুক্ত হচ্ছে বিল্টইন প্রজেক্টর। ১৩ ইঞ্চি ‘ইয়োগা ট্যাবলেট ২ প্রো’-এর ভেতরেই থাকছে প্রজেক্টরটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।
আট ইঞ্চি ও ১০ ইঞ্চি স্ক্রিনের ইয়োগা ২ ট্যাবলেটে কিকস্ট্যান্ড ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম যোগ করা হলেও একে প্রজেক্টর যোগ করার বিষয়টি এবারই প্রথম আনল তারা।
ইয়োগা ট্যাবলেট ২ প্রো নামে ১৩ ইঞ্চি অ্যান্ড্রয়েড ট্যাবলেটের কিনারে আগের মডেলের অনুরূপ কিকস্ট্যান্ড রয়েছে। কিন্তু এর ভেতর একটি পিকো প্রজেক্টর স্থাপন করা হয়েছে।
প্রজেক্টরটি সাইডের একটি ফিজিক্যঅল বাটনের মাধ্যমে চালু করা যায় কিংবা মেইন ইন্টারফেসে সফটওয়্যারচালিত একটি বাটনের মাধ্যমেও চালু করা যায়। এটি ১৬:৯ রেশিওর ছবি প্রদর্শন করতে সক্ষম। আর ৫০ ইঞ্চি পর্দায় এ প্রজেক্টরের ছবি দেখানো সম্ভব।
সাধারণ ট্যাবলেটের চেয়ে এর স্পিকারটি একটু শক্তিশালী। আট ওয়াটের স্পিকারে রয়েছে একটি জেবিএল সাব-উফার। ট্যাবটির ১৩ ইঞ্চি মাপের পর্দায় রয়েছে এইচডির তুলনায় সামান্য বেশি রেজ্যুলেশন (২৫৬০ বাই ১৪৪০)। কিন্তু এর প্রজেক্টরটি অবশ্য এর চেয়ে কম রেজ্যুলেশনের।
অ্যান্ড্রয়েড ট্যাবলেট হিসেবে ১৩ ইঞ্চি মাপটি কিছুটা বড়। আর সাইডের গোল ডিজাইনের কারণে এটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় কিছুটা বড়সড়।
লেনোভো জানিয়েছে, প্রজেক্টর ব্যবহার করলে এর ব্যাটারি তিন ঘণ্টা কাজ চালাতে পারবে। তবে প্রজেক্টর ছাড়া এটি ১৫ ঘণ্টা চলবে।
অক্টোবর মাসের শেষে এটি বাজারে আসবে, যার মূল্য হবে প্রায় ৩৮ হাজার টাকা।