শুক্রবার ● ১০ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » চোরাই আইফোন চিনতে নতুন টুল
চোরাই আইফোন চিনতে নতুন টুল
অ্যাপল ডিভাইসের ‘কিল-সুইচ’ নামে পরিচিত নিরাপত্তা ফিচার ‘অ্যাকটিভেশন লক’ চালু করা আছে কি না, সেটি নিশ্চিত করতে নতুন সফটওয়্যার টুল এনেছে কুপার্টিনোর টেক জায়ান্ট। অ্যাপলের আইক্লাউড সাইট থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এই নতুন টুল।
অ্যাপল ডিভাইস চুরি হলে বা হারিয়ে গেলে, ‘কিল-সুইচ’ ফিচারের মাধ্যমে ওই ডিভাইস ব্যবহারের অনুপযোগী করে ফেলতে পারবেন মালিক। ফলে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ ডেটা বেহাত হওয়ার ভয় থাকবে না তো বটেই; এমনকি ওই ফোন আর ব্যবহারও করা যাবে না।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাম্প্রতিক এক আইনে সব স্মার্টফোনে ‘কিল সুইচ’ ফিচার বাধ্যতামূলক করা হয়েছে। আগামী গ্রীষ্ম থেকে কার্যকর হবে ওই আইন।
আর এই পরিপ্রেক্ষিতেই নিজস্ব ডিভাইসে নতুন সফটওয়্যার টুল যোগ করেছে অ্যাপল। ব্যবহারকারী এই টুলের সাহায্যে ডিভাইসের সিরিয়াল নাম্বার দিয়ে ‘অ্যাকটিভেশন লক’ ফিচারটি চালু আছে কি না তা যাচাই করতে পারবেন। চালু থাকলে মালিকের অ্যাপল আইডি আর পাসওয়ার্ড ছাড়া ব্যবহার করা যাবে না অ্যাপল ডিভাইস।