মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রবি ও বিডিকমের সাথে ইডটকো’র ত্রিপক্ষীয় চুক্তি
রবি ও বিডিকমের সাথে ইডটকো’র ত্রিপক্ষীয় চুক্তি
দেশের প্রথম অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ সোমবার মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম অনলাইন লিমিটেডের সাথে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।
রাজধানীর রবি কর্পোরেট অফিসে স্বাক্ষরিত এই চুক্তির ফলে বিডিকম দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের নেটওয়ার্ক বিস্তৃত করতে পারবে যা দেশে ইন্টারনেট শিল্পের প্রসার ঘটাতে সহায়ক হবে।
বিডিকম অনলাইন লিমিটেড দেশব্যাপী সুরক্ষিত ইন্টারনেট সংযোগ, আইপিটিএসপি (আইপি টেলিফোনি সার্ভিস), ইন্টারনেট সেবা, সিস্টেম ইন্টিগ্রেশন ও আইএসপি সার্ভিসের জন্য একটি বিশ্বস্ত নাম। রবি আজিয়াটা লিমিটেডের এমডি ও সিইও সুপুন বীরাসিংহে, ইডটকো বাংলাদেশ লিমিটেডের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ইয়াপ ওয়ে ইপ এবং বিডিকমের ম্যানেজিং ডিরেক্টর জি ফারুক আলমগীর আরমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
পাঁচ বছর মেয়াদী এই চুক্তির ফলে রবি, ইডটকো ও বিডিকমের মধ্যে অবকাঠামো ভাগাভাগির এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। চুক্তি স্বাক্ষরকারীদের মতে, এই সমঝোতা মোবাইল ইন্টারনেট সেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের ডিরেক্টর আহমেদ আরমান সিদ্দিকীসহ রবি আজিয়াটা লিমিটেড ও বিডিকমের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।