শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » ব্ল্যাকবেরির উদ্ভট আকারের স্মার্টফোন ‘পাসপোর্ট’
ব্ল্যাকবেরির উদ্ভট আকারের স্মার্টফোন ‘পাসপোর্ট’
এক সময় স্মার্টফোন বাজারের শীর্ষস্থানটি ছিল ব্ল্যাকবেরির। চটকদার নানা স্মার্টফোনের ভিড়ে সেই ব্ল্যাকবেরি এখন অনেকটা অচেনা। তবে হারানো সেই শীর্ষস্থানটি না হোক অন্তত বাজারে টিকে থাকার লড়াইয়ে এবার ব্ল্যাকবেরির ভরসা উদ্ভট আকারের স্মার্টফোন ‘পাসপোর্ট’। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
বাজারে প্রচলিত স্মার্টফোনগুলোর স্ক্রিন আয়তাকার। কিন্তু ব্ল্যাকবেরি তাদের ‘যুগান্তকারী’ ফোনটির স্ক্রিনের আকার বানিয়েছে বর্গাকার। এ ফোনটি দিয়েই স্মার্টফোন বাজারে ব্ল্যাকবেরি টিকে থাকবে বলে প্রতিষ্ঠানটির কর্তারা আশাবাদী।
ব্ল্যাকবেরি পাসপোর্টে রয়েছে সাড়ে চার ইঞ্চি বর্গাকার স্ক্রিন ও স্পর্শ সংবেদনশীল কি বোর্ড। অন্যদিকে অ্যাপলের নতুন আইফোন সিক্সের রয়েছে ৪.৭ ইঞ্চি ও বড়টির সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিন।
বাজার গবেষণা প্রতিষ্ঠান মর্নিংস্টার-এর বিশ্লেষক ব্রায়ান কলেলো বলেন, ‘ব্ল্যাকবেরি এখনও টিকে থাকার লড়াই করছে।’ তিনি আরও বলেন, ‘তাদের ঘুরে দাঁড়ানো এবং প্রচলিত ব্যবসা মডেলগুলো অনুসরণে উন্নয়ন করা উচিত।’
তবে এ বর্গাকার স্ক্রিন সম্পর্কে ব্ল্যাকবেরি জানিয়েছে, ‘আমরা একটি চতুষ্কোণ বিশ্বে বাস করি।’
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘নকশাবিদ, মর্টগেজ ব্রোকার, ডাক্তার, বিনিয়োগকারী ব্যাংকার ও লেখকরা এ অনন্য স্ক্রিনটি ব্যবহার করে লাভবান হবে।’