বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » এয়ারটেলের নতুন প্যাকেজ “সবাই এক”
এয়ারটেলের নতুন প্যাকেজ “সবাই এক”
দেশের মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড, “সবাই এক” নামের একটি উদ্ভাবনী ট্যারিফ প্ল্যান ঘোষণা করেছে, যার সাহায্যে গ্রাহকরা যেকোন অপারেটরে যেকোন সময় ১পয়সা/সেকেন্ড রেটে কল করতে পারবেন।
“সবাই এক” বাংলাদেশে সবচেয়ে সহজলভ্য মোবাইল প্ল্যান। ইন্ডাস্ট্রিতে প্রথমবারের মত সহজ এবং স্বচ্ছ মোবাইল ট্যারিফের এই উদ্যোগের মাধ্যমে এয়ারটেল গ্রাহকসেবায় এক নতুন মাত্রা যোগ করলো।
এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সিইও এবং এমডি পিডি শর্মা এই মোবাইল ট্যারিফ প্ল্যান উদ্বোধন এর সময় বলেন, “সবাই এক” বাংলাদেশ টেলিকম ইন্ডাস্ট্রির জন্য একটি মাইলফলক এবং গ্রাহকদের ভ্যালু প্রপোজিশন সহজ করার ক্ষেত্রে এয়ারটেলের দর্শনের একটি উদাহরণ।
এই প্ল্যানটি গ্রাহককে তার ট্যারিফের সঙ্গে যুক্ত বিভিন্ন বিধি নিষেধ থেকে মুক্ত করবে এবং সম্পূর্ণ স্বচ্ছতা এবং স্বস্তি দেবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগটি এয়ারটেল ব্র্যান্ডকে আরো শক্তিশালী করবে এবং বাংলাদেশের মোবাইল সেবার বৃদ্ধিতে ভূমিকা রাখবে।”
প্ল্যান টি নতুন এবং বর্তমান সকল গ্রাহকদের জন্য প্রযোজ্য। এয়ারটেলের সকল নতুন গ্রাহকরা দীর্ঘ ৯০ দিনের জন্য ১পয়সা/সেকেন্ড ফ্ল্যাট রেট উপভোগ করবেন এবং বর্তমান গ্রাহকরা মাত্র ২৪ টাকা রিচার্জের মাধ্যমে ৩০ দিন মেয়াদ পাবেন।
সর্বশেষ অপারেটর হিসেবে বাংলাদেশে যাত্রা করা এয়ারটেলের বর্তমান গ্রাহক প্রায় ৯০ লাখ। আর গ্রাহক সংখ্যার দিক দিয়ে প্রতিষ্ঠানটি চতুর্থ স্থানে রয়েছে। ২০১০ সালে তখনকার ওয়ারিদের ৭০ শতাংশ কিনে নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে এয়ারটেল। পরে গত বছর তারা বাকি ৩০ শতাংশও কিনে নিয়েছে।