সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সল্প মুল্যে ডেলের নতুন ল্যাপটপ
সল্প মুল্যে ডেলের নতুন ল্যাপটপ
বাংলাদেশে প্রথম কার্নিভাল উপলক্ষে বিশ্বসেরা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল এনেছে স্বল্পমূল্যের এমন একটি ল্যাপটপ যা দিয়ে একই সঙ্গে ল্যাপটপ ও ট্যাবের কাজ করা যাবে। আর এটির মূল্য একই কনফিগারেশনের অন্য কোম্পানির পণ্যগুলোর অর্ধেক।
ইন্সপায়রন ৩১৪৭ মডেলের ল্যাপটপটির বাজারমূল্য ৪৫ হাজার টাকা কিন্তু কার্নিভাল উপলক্ষে ডেল-এর পরিবেশকরা এই ল্যাপটপটিতে ২ হাজার ৫০০ টাকা ছাড় দিয়েছেন। ল্যাপটপটি ব্যবহারকারী চাইলে ট্যাবলেট স্ট্যান্ড, টেন্ট, ল্যাপটপ মোড এবং ট্যাবলেট মোডে রেখে কাজ করতে পারবেন বলেও জানা গেছে।
ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টেল কোয়াড কোর প্রসেসর, ১১.৬ ইঞ্চি টাচ ট্রু-লাইফ এইচডি পর্দা, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, থ্রি-সেল লিথিয়াম-লন ব্যাটারির এই ল্যাপটপের ওজন ১.৪৩ কেজি।
এ ব্যাপারে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের ডেপুটি ম্যানেজার আনিসুর রহমান জানান, একই সুবিধার অন্য কোম্পানির ল্যাপটপগুলোর মূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা। করপোরেট ও যাদের প্রায়ই ভ্রমণ করতে হয়ে তাদের জন্য এ ল্যাপটপটি বিশেষ উপযোগী।
উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রযুক্তিপণ্য উৎসব ডেল কার্নিভালের আয়োজন করে বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল। উৎসবটি সাজানো হয়েছে ডেলের নিজস্ব পারসোনাল ও সার্ভার কম্পিউটার, নোটবুক, ডাটা স্টোরেজ ডিভাইস, নেটওয়ার্ক সুইচসহ সর্বাধুনিক সংস্করণের বিভিন্ন প্রযুক্তিপণ্যের পসরায়। আজ শুক্রবার সকালে বিআইসিসিতে এ উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।