সোমবার ● ২২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গোপনীয়তা ভঙ্গ করে ফেইসবুক মেসেঞ্জার
গোপনীয়তা ভঙ্গ করে ফেইসবুক মেসেঞ্জার
ব্যবহারকারীদের সহজে তথ্য বিনিময়ের সুযোগ দিতে কিছুদিন আগে ‘মেসেঞ্জার অ্যাপ’ বাজারে আনে ফেইসবুক। ইতিমধ্যে ৫০ কোটিরও বেশি ডিভাইসে ডাউনলোড হয়েছে এই অ্যাপ। তবে নতুন এ অ্যাপ বিনিময় করা বার্তা ও অন্যান্য তথ্যে নজরদারি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ জোনাথন জিয়ারস্কি। তিনি জানান, নজরদারি কার্যক্রম পরিচালনার জন্য স্পাইওয়ারের মতো বিভিন্ন কোড যুক্ত করা হয়েছে নতুন এ মেসেঞ্জারে। এতে এমন কিছু কোড আছে, যেগুলোর তথ্য বিশ্লেষণ করে ফেইসবুক বিভিন্ন পরামর্শ দিতে পারে, যা ডিভাইসের অবস্থান পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবহারকারীর সব কার্যক্রম সংরক্ষণ করতে পারে। তবে গোপনীয়তা ভঙ্গের এই অভিযোগ অস্বীকার করেছে ফেইসবুক।