শনিবার ● ২০ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাড়ি চালকদের মোবাইল ব্যবহার ঠেকাতে নতুন প্রযুক্তি
গাড়ি চালকদের মোবাইল ব্যবহার ঠেকাতে নতুন প্রযুক্তি
গাড়ি চালানোর সময় কোন চালক মোবাইল ফোন ব্যবহার করে ম্যাসেজ পাঠাচ্ছেন কিনা সেটি শনাক্ত করতে এক নতুন প্রযুক্তির রাডার গান তৈরি করছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। মূলত গাড়ি থেকে প্রাপ্ত রেডিও ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে শনাক্ত করা যাবে সেখানে কেউ মোবাইল ফোন ব্যবহার করছে কিনা।
কমসনিক্স নামক প্রতিষ্ঠানটি এই প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা জানান, টেক্সট ম্যাসেজ, ফোন কল এবং ডেটা ট্রান্সফার, সকল ক্ষেত্রে ভিন্ন ধরণের ফ্রিকোয়েন্সি নির্গত হয়। ফলে গাড়ি থেকে নির্গত ফ্রিকোয়েন্সি থেকে বিশ্লেষণ করে বলা সম্ভব চালক টেক্সট ম্যাসেজ পাঠাচ্ছে কিনা।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি এই ডিভাইস বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে যেতে প্রস্তুত। কেবল অনুমোদনের অপেক্ষা। একই সাথে পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকেও অনুমতির প্রয়োজন হতে পারে।