বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » স্বল্পমূল্যের ফিচার নোকিয়া ১৩০ মডেলের আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু
স্বল্পমূল্যের ফিচার নোকিয়া ১৩০ মডেলের আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু
নোকিয়ার স্বল্পমূল্যের ফিচার ফোন নোকিয়া ১৩০ এবং নোকিয়া ১৩০ ডুয়েল সিম ভার্সন আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করেছে মাইক্রোসফট। গতমাসে ফোনটি স্বল্প পরিসরে বিক্রি শুরু হয়েছিল।
ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ ইউরো। মাইক্রোসফট জানিয়েছে, প্রথমে চীন, পাকিস্তান এবং নাইজেরিয়াতে এর বিক্রি শুরু হবে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে এটি পাওয়া যাবে অন্যান্য দেশের বাজারে। তবে কোন কোন দেশে পরবর্তীতে এটি পাওয়া যাবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।
নোকিয়ার এই ফোনটিতে রয়েছে ১.৮ ইঞ্চি ডিসপ্লে, ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার সুবিধা, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি প্রভৃতি। এতে রয়েছে ১০২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এছাড়া ফোন দুটিতে রয়েছে যথাক্রমে ৩৬ দিন এবং ২৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সুবিধা।
সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে দেখা গেছে, ফিচার ফোন তৈরি করা বন্ধ করে দিচ্ছে নোকিয়া। একই সাথে নোকিয়া নামটি থেকেও সরে আসতে চাইছে মাইক্রোসফট। ফলে ধারণা করা হচ্ছে, এটিই হতে যাচ্ছে নোকিয়ার সর্বশেষ ফিচার ফোন।