বুধবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » গ্রামীণফোনে রাত কে দিন বানিয়ে অসম্ভবকে সম্ভব করছে অনন্ত জলিল !!
গ্রামীণফোনে রাত কে দিন বানিয়ে অসম্ভবকে সম্ভব করছে অনন্ত জলিল !!
অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ- গ্রামীণফোনের বিজ্ঞাপনের এ সংলাপটি সাধারণ মানুষের মুখে মুখে। দ্বিতীয়বারের মতো গ্রামীণফোনের নতুন চমক নিয়ে আবারও হাজির হচ্ছেন অনন্ত জলিল। এ জন্য ইতিমধ্যেই মিশন পসিবল শিরোনামের একটি ২৮ সেকেন্ডের ভিডিও ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করেছে গ্রামীণফোন। সেখানে অনন্ত জলিল নতুন চমকের অপেক্ষায় থাকতে বলেছেন।
জানা গেছে, গ্রামীণফোনের নতুন অনলাইন প্যাকেজ প্রমোশন নিয়ে তৈরি হয়েছে বিজ্ঞাপনটি। শিগগিরই ইন্টারনেটে বিভিন্ন ওয়েব পোর্টালে এর প্রচারণা শুরু হবে। পরবর্তীতে টিভি বিজ্ঞাপন আকারেও এটি তৈরি হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপনচিত্রটির সংলাপের ধরন অনেকটা এমনই, হায় গাইস, দিস ইজ অনন্ত/ অনন্ত জলিল। এবার রাত হবে দিন/ দিন হবে রাত। …. হবে…হবে। কারণ, অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। ওয়েট অ্যান্ড ওয়াচ…। দ্য ওয়ান অ্যান্ড ওনলি অনন্ত, ব্যাক টু চেঞ্জ ইওর রাত টু দিন, এটি আলোচিত নায়ক, প্রযোজক ও পরিচালক এম এ জলিল অনন্ত পরিচালিত নতুন বিজ্ঞাপনচিত্রের সংলাপ।
গত শুক্রবার ঢাকার পার্শ্ববর্তী হেমায়েতপুরে অনন্তর পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়। নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে অনন্ত বলেন, গ্রামীণফোনের নতুন এ প্রমোশন সম্পর্কে এখনই কিছু বলতে চাচ্ছি না। এটি দর্শকদের জন্য চমক হিসেবে থাকছে। আপ এন টপের বিজ্ঞাপনটিও দারুণ হয়েছে। আশা করছি আগের মতো এ বিজ্ঞাপনেও দর্শক আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন।
তিনি আরও বলেন, আমার প্রথম বিজ্ঞাপনচিত্রটি ছিল গ্রামীণফোনের। আমার ভক্তরা বিজ্ঞাপনচিত্রটি খুব চমৎকারভাবে গ্রহণ করেছেন। আমার করা গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা আমার দারুণ পছন্দ হয়েছে। আশা করছি, সবাই চমৎকার একটি বিজ্ঞাপনচিত্র দেখবেন।