সোমবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোনের ডিলিট হওয়া ফাইল ফেরাবে ‘রিসাইকেল বিন’
স্মার্টফোনের ডিলিট হওয়া ফাইল ফেরাবে ‘রিসাইকেল বিন’
স্মার্টফোনের প্রয়োজনীয় ফাইল ভুলে ডিলিট হয়ে যেতে পারে। মেমোরি কার্ডে সেটি খুঁজে না পেলে নিতে হবে ভিন্ন পদক্ষেপ। অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা একটি অ্যাপসের মাধ্যমে সেটি ফিরিয়ে আনতে পারবেন।
এজন্য ব্যবহার করতে হবে ‘রিসাইকেল বিন’ নামের একটি অ্যাপ্লিকেশন। এর কাজ অনেকটা কম্পিউটারের রিসাইকেল বিনের মতোই।
বেখেয়ালে ডিলিট হয়ে যাওয়া ফাইলগুলো এ অ্যাপে জমা থাকবে। ফলে অ্যাপটিতে গিয়ে প্রয়োজনীয় ফাইলটি উদ্ধার করা যাবে। বাড়তি সুবিধা হলো এটি ইন্টারনেট ছাড়াও কাজ করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে অডিও-ভিডিও, ছবি, ডকুমেন্টসহ সব ধরনের ফাইল সমর্থন করা। অ্যাপটির মাধ্যমে এক ক্লিকে ডিলিট হওয়া ফাইলকে রিস্টোর করা যাবে।
ইন্টারনেট সংযোগ ছাড়াও সম্পূর্ণ অফলাইনে কাজ করবে অ্যাপটি। একটি নির্দিষ্ট সময় পর ব্যাকআপ ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার করার ফিচার রয়েছে এতে। অনেক সময় ডিলিট হওয়া অযথা অনেক ফাইল জমা হয়ে স্মার্টফোনের মেমোরি দখল করে রাখে। এ ফিচার সেই সমস্যাও দূর করবে। জাপানি, ফ্রেঞ্চ, চাইনিজ, জার্মানিসহ অনেক ভাষা সমর্থন করে এ অ্যাপটি। বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে থেকে।
-তুসিন আহমেদ