রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোবাইলে চার্জ দেওয়ার সময় স্কুলছাত্রীর মৃত্যু
মোবাইলে চার্জ দেওয়ার সময় স্কুলছাত্রীর মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে এক স্কুল শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিক্ষার্থীর নাম শান্তা বেগম (১২)। সে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁও রেলস্টেশন এলাকায় শান্তার বাবা নজরুল ইসলামের একটি চা-পুরির দোকান রয়েছে। লেখাপড়ার পাশাপাশি শান্তা ওই দোকানের কাজে তার বাবাকে সহযোগিতা করত। প্রতিদিনের মতো গতকাল দুপুরে সে ষোলহাসিয়ার বাসা থেকে তার বাবার জন্য খাবার নিয়ে দোকানে আসে। এ সময় মেয়েকে দোকানের ভেতর সকেটে মোবাইল ফোনে চার্জ দিতে বলেন নজরুল। বাবার কথামতো মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্তা ঘটনাস্থলেই মারা যায়।কালেরকন্ঠ ।