রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » তিন কোটি গ্রাহক নিয়ে বাংলালিংকের নতুন যাত্রা শুরু
তিন কোটি গ্রাহক নিয়ে বাংলালিংকের নতুন যাত্রা শুরু
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের মোট গ্রাহকসংখ্যা তিন কোটির মাইলফলক ছুঁয়েছে। এটি নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান।
২০০৫ সালের ফেব্রুয়ারিতে বাংলালিংকের অভিযাত্রা শুরু হয়। যাত্রা শুরুর পরপরই এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করে এদেশের মোবাইল ফোনের বাজারে। কারণ এদেশে সর্বস্তরের মানুষের জন্য মোবাইল ফোন সহজলভ্য করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে বাংলালিংক। রাতারাতি এখানকার মোবাইল ফোনের বাজারের গতিপ্রকৃতি দ্রুত পাল্টে যায় এবং মোবাইল ফোন ব্যবহারের প্রবণতা যথেষ্ট গতি পায়। মোবাইল ফোন সেবা ব্যয় সাশ্রয়ী ও সহজলভ্য হয়ে উঠে। বদৌলতে মানুষের মধ্যে মোবাইল ফোনের প্রয়োজনীয়তা অনুভূত হয় এবং চাহিদাও দ্রুত বৃদ্ধি পায়। সেই সুবাদে মোবাইল ফোন বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন সাধনের প্রতীক হয়ে ওঠে। ‘নতুন কিছু করো’ করপোরেট স্লোগান নিয়ে সহজলভ্য দামে নিত্যনতুন পণ্য-সেবা প্রচলনের মাধ্যমে জনগণের প্রযুক্তিগত ক্ষমতায়নের প্রতিশ্রুতিতে বাংলালিংক দুর্বার গতিতে কাজ শুর করে। যাতে এদেশের জনগণ তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রচেষ্টা চালাতে পারেন।
বাংলালিংক বরাবরই তার ক্রমবর্ধমান গ্রাহকের পছন্দ ও চাহিদার কথা বিবেচনা করে বাজারে নিত্যনতুন পণ্য-সেবা নিয়ে আসার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলালিংক এরই মধ্যে সবচেয়ে দ্রুত গতির থ্রিজি নেটওয়ার্ক চালু করেছে; যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জরীপেও সমাদৃত হয়েছে। বাংলালিংক তার প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে দেশের ৬৪ জেলার সব কটিতেই থ্রিজি নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটিয়ে গ্রাহকসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার বা পক্ষের আস্থা অর্জন করেছে।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব জিয়াদ সাতারা এ প্রসঙ্গে বলেন, ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে তিন কোটি গ্রাহকের কাংখিত সীমায় পৌঁছাতে পেরে আমরা খুবই গর্বিত। বাংলালিংক হলো একটি গ্রাহকমুখী মোবাইল ফোন কোম্পানি; যারা সকল সময়ই গ্রাহকদের প্রয়োজন ও চাহিদার নিরিখে বাজারে নিত্যনতুন পণ্য ও সেবা নিয়ে আসতে নিরন্তর কাজ করে চলেছে। অব্যাহত অগ্রযাত্রায় আমরা অত্যাধুনিক থ্রিজি নেটওয়ার্কের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছি। আমাদের ওপর অবিচল আস্থা রাখায় আমি আমার সকল সহকর্মী, স্টেকহোল্ডার বা সংশ্লিষ্ট পক্ষসমূহ ও গ্রাহকদের অভিনন্দন জানাই।’