রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » চিরুনি দিয়ে সেলফি !
চিরুনি দিয়ে সেলফি !
সেলফির জনপ্রিয়তা যখন তুঙ্গে, তখন এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এক ঢিলে দুই পাখি মারার মতোই সুযোগ দিচ্ছে ওয়েট ব্রাশ নামক একটি প্রতিষ্ঠান। এজন্য বাজারে নিয়ে এসেছে সেলফি ব্রাশ! মাথার চুল আচড়ানোর পাশাপাশি এই ব্রাশ দিয়ে সেলফি তোলার সুবিধাও পাওয়া যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশএ্যাবলের খবরে বলা হয়েছে, সেলফি ব্রাশটির একপাশে ব্রাশ এবং অপরপাশে আইফোনের ব্যবহারের জন্য ক্যাসিং রয়েছে। ফলে চুল আচড়ানোর পাশাপাশি ব্রাশটিতে আইফোন রেখে সেলফি তোলার সুবিধা পাওয়া যাবে। সেলফি তোলার আগে ব্রাশটির সাহায্যে চট জলদি মাথার চুল ঠিক করে নিতে পারবেন। এছাড়া ব্রাশটি দিয়ে চুল আচড়ানোর সময় কল আসলে, ফোনের স্পিকার অন করে চুল আচড়াতে আচড়াতেই কথা সেরে ফেলা যাবে।
ব্রাশের মধ্যে আইফোন ব্যবহারের সুবিধা থাকায় চুল আচড়ানোর এই ব্রাশটি বেশ সুবিধাজনকভাবে ধরে সেফলি তোলা যাবে। পিংক, পার্পেল এবং ব্ল্যাক- এই তিনটি রঙে বাজারে আসা এই ব্রাশটির মূল্য ২০ ডলার।
ব্রাশটিতে আপাতত আইফোন ৫ এবং ৫এস ফোন ব্যবহার করা যাবে। তবে খুব শিগগিরই অন্যান্য স্মার্টফোন ব্যবহার উপযোগী ব্রাশও নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওয়েট ব্রাশ কর্তৃপক্ষ। সেলফি ব্রাশটি হাতে পেতে চাইলে অর্ডারের জন্য ভিজিট করুন : সেলফি ব্রাশ.কম ।