শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » ওয়েব রিভিউ » পাসপোর্ট ইস্যু সংক্রান্ত ইনকোয়েরি করুন অনলাইনে ঘরে বসেই!
পাসপোর্ট ইস্যু সংক্রান্ত ইনকোয়েরি করুন অনলাইনে ঘরে বসেই!
আমাদের দেশে এক সময় সবথেকে ঝামেলার কাজ হিসেবে বিবেচিত করা হত ‘পাসপোর্ট ইস্যু’ বা নতুন করে ‘পাসপোর্ট নবায়ন’ করাকে। কিন্তু, ডিজিটাল বাংলাদেশের রুপরেখা বাস্তবায়নে এই কার্যক্রমেও লেগেছে ডিজিটালের ছোঁয়া।
আর তাই এখন পাসপোর্ট হাতে পাওয়া বা সেটা চেক কার নিয়ে দালালের হাতে পড়া তো দূরের কথা কোন প্রকার ঝামেলায় পড়ারও সুযোগ নেই। কেননা এখন অনলাইনের মাধ্যমেই পাসপোর্ট সম্পর্কীত যাবতীয় তথ্যাদি জেনে নিতে পারবো।
আমরা যারা নতুন পাসপোর্ট ইস্যুর জন্য জমা দিয়েছি, তারা এখন অনলাইনে ঘরে বসে পাসপোর্ট সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন।
চলুন দেখে নেই কিভাবেই অনলাইনে পাসপোর্টের ইনকেয়েরি করা যায়ঃ
প্রথমেই এই লিঙ্কে http://www.immi.gov.bd/passport_verify.php সরারসি
তারপর Passport Office Slip No: এবং Date of Birth এর ঘরে সঠিক ভাবে তথ্যাদি প্রবেশ করে Submit এ ক্লিক করুন।
ব্যাস, আপনার পাসপোর্টের যাবতীয় তথ্যদি চলে আসবে আপনার সামনে।
পাসপোর্টটির অবস্থান এখন কি রকম এবং নবায়ণ সংক্রান্ত তথ্যাদি পাওয়া যাবে।