শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ভিডিও গেইম আসক্তি শিশুদের অসামাজিক করে তুলে!
ভিডিও গেইম আসক্তি শিশুদের অসামাজিক করে তুলে!
ভিডিও গেইম খেলাটা মোটেও খারাপ কিছু নয়। বরং, যেসকল শিশু-কিশোরদের নিয়মিত অল্প সময় ভিডিও গেইম খেলার অভ্যাস আছে তারা ভিডিও গেইম খেলেনা এমন শিশু-কিশোরদের তুলনায় অধিক মিশুক হয়ে থাকে।
অপরদিকে ভিডিও গেইম খেলার উপর যাদেরই অতিরিক্ত আসক্তি আছে তারা সমাজে অন্যদের সাথে স্বাভাবিক ভাবে মিশতে পারে না। সম্প্রতি যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষনায় ১০-১৫ বছর বয়সী ৫হাজার শিশু-কিশোরের উপর গবেষনা চালিয়ে এমনটাই জানা গেছে।
গবেষণায় দেখা যায়, যারা একেবারেই ভিডিও গেইম খেলায় অভ্যস্থ নয় অথবা যারা দীর্ঘক্ষণ ধরে গেইম খেলে সময় কাটায় তারা নতুন মানুষ বা বন্ধবান্ধবদের সাথে মিশতে ইতস্তত বোধ করে এবং খোলামেলাভাবে কথা বলতে পারে না।
সে তুলনায়, যারা নিয়মিত কিন্তু অল্প সময় নিয়ে গেইম খেলে এবং গেইম কে নেশা নয় বরং বিনোদনের মাধ্যম হিসেবে নিয়েছে তারা সহজেই সবার সাথে মিশতে পারে। বন্ধুদের সাথে মিশতে তাদের কোনো সমস্যাই হয় না, এছাড়া তাদের মানসিক সমস্যাও কম হয়।
লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যান্ড্রু প্রিবিলস্কি জানান, “অতিরিক্ত ভিডিও গেইমের প্রতি আসক্ত শিশু-কিশোররা বাস্তব জীবনে সামাজিক ভাবে মিশতে এবং স্বভাবগত কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে।”টেক-টিউনস