রবিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবোলা বিস্তারের তথ্য জানাবে কম্পিউটার
এবোলা বিস্তারের তথ্য জানাবে কম্পিউটার
‘এবোলা’ এখন এক আতঙ্কের নাম। গত পাঁচ মাসে এবোলা ভাইরাসে সংক্রমিত হয়ে পশ্চিম আফ্রিকায় এ পর্যন্ত এক হাজার ৯০০ মানুষ প্রাণ হারিয়েছে। জার্মান দুই গবেষক ডিরক ব্রোকম্যান ও ডিরক হেলবিং এমন একটি উপায় উদ্ভাবন করেছেন, যা কম্পিউটারের মাধ্যমে হিসাব করে বলে দেবে ভৌগোলিকভাবে কোনদিকে ছড়াচ্ছে এবোলা। জানা যাবে কোন কোন দেশেই বা দ্রুত পৌঁছাতে পারে ভাইরাসটি। তবে বিমানে চড়ে মানুষ এক দিনের মধ্যেই বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে বলে তাঁদের অনুমান ভুল প্রমাণিত হতে পারে বলেও সতর্ক করেছেন এই দুই গবেষক।
সূত্র : ডয়চে ভেলে