শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হঠাৎ বন্ধ ফেসবুক!
হঠাৎ বন্ধ ফেসবুক!
গভীর রাতে স্তব্ধ হয়ে গেল ফেসবুক পরিষেবা। রাত ১টা ৫ মিনিটে হঠাত্ই বন্ধ হয়ে যায় ফেসবুক। সদস্যদের জন্য তখন স্ক্রিনে শুধু একটা নোটিশ। যেখানে জানিয়ে দেওয়া হয় ফেসবুকে অজানা গোলযোগের খবরটা। এভাবে প্রায় ২০ মিনিট বেহাল অবস্থায় থাকার পর ফেসবুক পরিষেবা স্বাভাবিক হয়।
গত মে মাস থেকে এ পর্যন্ত তিনবার ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটল। গতরাতে ফেসবুক বন্ধ থাকায়, ক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে। টুইটারের মতো অন্য সাইটগুলো সেই ক্ষোভ উগরে দেন অনেকেই। তবে শুধু ফেসবুকই নয় বুধবার দুপুরে ই-বে বা আমাজনের মতো সাইটগুলিতেও কিছু সমস্যা দেখা গিয়েছিল। ফেসবুকের মতো এ ক্ষেত্রেও সেই গোলোযোগের স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেনি কর্তৃপক্ষ।
সূত্র : জি নিউজ