বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » কম্পিউটার আমদানিকারকদের অনিয়ম, যশোরে কম্পিউটার ব্যবসায়ীদের ধর্মঘট
কম্পিউটার আমদানিকারকদের অনিয়ম, যশোরে কম্পিউটার ব্যবসায়ীদের ধর্মঘট
।। যশোর প্রতিনিধি ।। কম্পিউটার আমদানিকারকদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যশোরের কম্পিউটার ব্যবসায়ীরা গতকাল (২ সেপ্টেম্বর) প্রতীকী ধর্মঘট পালন করেছেন। একই সঙ্গে এগুলো নিরসন না হলে আজ (৩ সেপ্টেম্বর) থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তারা।যশোর কম্পিউটার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক দীনেশ মজুমদার জানান, আমদানিকারক প্রতিষ্ঠানগুলো থেকে তারা যেসব পণ্য ক্রয় করেন, সেগুলোর ওয়ারেন্টি দেয়া থাকে। এক সপ্তাহের মধ্যে ওয়ারেন্টির সুবিধা প্রদানের কথা থাকলেও তা পাওয়া যায় না। এজন্য তাদের মাসের পর মাস ঘুরতে হয়। যে কারণে ক্রেতাদের সঙ্গে তাদের সুসম্পর্ক বিনষ্ট হচ্ছে।
তিনি আরো জানান, চুক্তি অনুযায়ী, আমদানিকারকরা কোনো পণ্য খুচরা বিক্রি করবেন না। কিন্তু তারা সে প্রতিশ্রুতি রাখছেন না। বরং গোপনে বা কখনো কখনো প্রকাশ্যে খুচরা পণ্য বিক্রি করছেন তারা। যতদিন আমদানিকারকরা তাদের খুচরা বিক্রয় বন্ধ করবেন না, তত দিন এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন যশোর জেলার কম্পিউটার ব্যবসায়ীরা।