শুক্রবার ● ২৯ আগস্ট ২০১৪
প্রথম পাতা » ওয়েব রিভিউ » দিনাজপুর কে সবার নিকট তুলে ধরতে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যেম “Beautiful Dinajpur”
দিনাজপুর কে সবার নিকট তুলে ধরতে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যেম “Beautiful Dinajpur”
উত্তরবঙ্গের সবচেয়ে প্রসিদ্ধ জেলা দিনাজপুর। আর এই দিনাজপুরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসম্ভব সুন্দর এবং অজানা ভ্রমনের স্থান। কান্তজির মন্দিরের মতো অনেক প্রত্নতাত্বিক নিদর্শন সহ রয়েছে খনিজ সম্পদের ভান্ডার। আরো রয়েছে ৬টি জাতীয় উদ্যান।রয়েছে পিকনিক স্পট সপ্নপুরী,রামসাগর । লিচু সবার নিকট প্রিয় আর এই সর্বশ্রেষ্ঠ লিচুর অঞ্চল দিনাজপুর । দিনাজপুরের সকল অজানা বিষয়গুলো বিশ্ববাসির সামনে তুলে ধরার জন্য Beautiful Dinajpur কাজ করছে ২০১২ সাল থেকে। সেই সাথে Beautiful Dinajpur প্রতিষ্ঠার প্রথম থেকেই একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করছে। শীত বস্ত্র বিতরণ সহ এতিম ও পথশিশুদের পড়ালেখা ও জীবনমান উন্নয়ন নিয়েও কাজ করে চলেছে প্রতিষ্ঠানটি।বর্তমানে এই পেজ এর সদস্য সংখ্যা প্রায় ২৮ হাজার ।পেজ লিঙ্ক https://www.facebook.com/BeautifulDinajpur
-তানিম