বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » আনব্লক করুন ব্লক পেনড্রাইভ
আনব্লক করুন ব্লক পেনড্রাইভ
এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য পেনড্রাইভ এখনও অনেক জনপ্রিয়। নানা কারণে অনেক সময় কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করানোর পর তা ব্লক হয়ে যায়। ব্লক হওয়ায় পেনড্রাইভগুলো ওপেন হয় না।
কম্পিউটারে পেনড্রাইভ প্রবেশ করালে ‘অ্যাকসেস ইজ ডিনাইড’ লেখা দেখায়। অনেকে এ কমান্ড দেখে মনে করেন পেনড্রাইভ বুঝি গেল! অনেকে আবার এসব পেনড্রাইভ ব্যবহার না করে ফেলে রাখেন।
কিন্তু এসব ব্লক হয়ে যাওয়া পেনড্রাইভগুলো আনব্লক করা যায়। আনব্লক করার জন্য একটি ছোট্ট সফটওয়্যার প্রয়োজন হবে। এজন্য ইন্টারনেট থেকে ইউএসবি ডিক্স সিকিউরিটি (http://goo.gl/iOyj5T) নামের সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিতে হবে। এরপর পেনড্রাইভটি কম্পিউটারে প্রবেশ করতে হবে।
সফটওয়্যাটি ওপেন করে বামপাশে মেনু থেকে Safe Open লেখা বাটনে ক্লিক করতে হবে।
এতে ব্লক পেনড্রাইভটি ওপেন হয়ে যাবে। ডিস্ক সিকিউরিটি ছাড়াও আরও বেশ কিছু সফটওয়্যার দিয়ে এ কাজটি করা যায়।