সোমবার ● ২৫ আগস্ট ২০১৪
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » এক বছরে দেশে ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ৩১ লাখ
এক বছরে দেশে ইন্টারনেটের গ্রাহক বেড়েছে ৩১ লাখ
এক বছরে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ৭৫ লাখ ২১ হাজার এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৩১ লাখ।
গত বছর আগস্টে দেশে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১০ কোটি ৯৩ লাখ ৪৯ হাজার এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল ৩ কোটি ৬২ লক্ষ ৪৯ হাজার। আর এ বছরের জুলাই মাস শেষে দেশে মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৬৮ লক্ষ ৭০ হাজার এবং ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৯০ লক্ষ ৫২ হাজারে পৌঁছেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এসব তথ্য জানা গেছে।
বিটিআরসির মিডিয়া অ্যান্ড পাবলিকেশন উইং জানায়, ২০১৩ সালের নভেম্বর মাস পর্যন্ত দেশে থ্রি-জি গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৬৯ হাজার যা এবছর জুলাইয়ে বৃদ্ধি পেয়ে ৪৮ লক্ষ ৪৫ হাজারে উন্নীত হয়েছে।
২০১৩ সালের ৮ সেপ্টেম্বর থ্রিজি নিলামের মাধ্যমে চারটি বেসরকারি মোবাইল ফোন অপারেটরকে লাইসেন্স দেয়া হয়।