রবিবার ● ১৭ আগস্ট ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সিলেট বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সিলেট বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
টানা ৭মবারের মতো বাংলালিংক রবিবার সুরমা নদীতে সিলেট বিভাগীয় নৌকা বাইচ প্রতিযোগিতা-২০১৪ আয়োজন করেছে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়ন ও তা সমুন্নত রাখার লক্ষ্যে নেওয়া অব্যাহত কর্মসূচির আওতায় বাংলালিংক এই প্রতিযোগিতায় সহযোগিতা করে থাকে।
নদীমাতৃক এই বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নদী। এরমধ্যে নৌকা বাইচ প্রতিযোগিতা এদেশের লোক সংস্কৃতির গুরত্বপূর্ণ এক উপাদান। বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে থাকে।
বাংলাদেশে নৌকা বাইচ প্রতিযোগিতা সাধারণত বাংলা মাসে ভাদ্র ও আর্শ্বিন এ হয়ে থাকে। প্রতিযোগিতার সময় নৌকা চালকরা সৃষ্টিকর্তার কাছ থেকে আর্শীবাদ চেয়ে একত্রে গান গায়। নৌকাগুলোর নাম তাদের গতি বা ডিজাইনের ভিত্তিতে খুব আকর্ষণীয় হয়ে থাকে যেমন- ঝড়ের পাখি, পক্ষীরাজ, সাইমুন, তুফান মেইল, ময়ূর পক্ষী, অগ্রদূত, দ্বীপরাজ এবং সোনার তরী।
সে আলোকেই সারা দেশব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতাকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৭৪ সালে গঠন করা হয় বাংলাদেশ রোয়িং ফেডারেশন। দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে অনেকগুলো নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে। তবে সিলেট বিভাগের নৌকা বাইচ প্রতিযোগিতাটিকে সাধারণত সিলেট বিভাগীয় ইতিহাসে সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি বলে মনে করা হয়।
প্রতিযোগিতাটি আয়োজনে সহায়তা করেছে বাংলাদেশ রোয়িং ফেডারেশন ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার সেরা তিন বিজয়ী নৌকা অর্থাৎ দল পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বাংলালিংকের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছিল। বয়স, শ্রেণী-পেশা ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক দর্শনার্থী প্রতিযোগিতাটি উপভোগ করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল মাল আব্দুল মুহিত এমপি , মাননীয় অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুল হক চেীধুরী, মেয়র, সিলেট সিটি কর্পোরেশন; জনাব আব্দুজ জহির চেীধুরী সুফিয়ান , প্রশাসক জেলা পরিষদ, সিলেট; জনাব মিজানুর রহমান, পুলিশ কমিশনার , সিলেট মেট্রোপলিটন পুলিশ; জনাব মোঃ শহিদুল ইসলাম ,জেলা প্রশাসক, সিলেট; জনাব মোঃ মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ রোয়িং ফেডারেশন; জনাব সৈয়দ লিয়াকত হোসেইন, রিজিওনাল কর্র্মাশিয়াল হেড, সিলেট, বাংলালিংক ; জনাব ইফতেখার আজম , পিআর এন্ড কমিউনিকেশন ম্যানেজার, মার্কেটিং, বাংলালিংক এবং জনাব খন্দকার আশিক ইকবাল, পি আর এন্ড কমিউনিকেশন সিনিয়র অ্যাসিসটেন্ট ম্যানেজার ,মার্কেটিং ,বাংলালিংক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাজ্জাদুল হাসান, সিলেট বিভাগীয় কমিশনার। সিলেট বিভাগের সাধারণ মানুষের জন্য এই অনুষ্ঠান ছিল এক মিলনমেলা।
বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর জনাব সোলায়মান এ প্রসঙ্গে বলেন, “বিগত বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় চলতি বছরে বাংলালিংক দেশের প্রতিটি বিভাগে বেশ কয়েকটি নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে। নৌকাবাইচ বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক যার উপলদ্ধি থেকেই এই প্রয়াসের সাথে আমাদের একাত্ততা। এই রকম প্রতিযোগিতা শুধুমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দেরই অনুপ্রাণিত করে না, বরং সেই সাথে লক্ষাধিক মানুষকেও টেনে আনে। যা প্রকারান্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বন্ধন জোরদারে ভূমিকা রাখে। বাংলাদেশের জনপ্রিয় এই খেলার উন্নয়ন ও তা সমুন্নত রাখার লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় সম্পৃক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত এবং আমরা এই সহযোগিতার ধারা অব্যাহত রাখতে চাই।”