শনিবার ● ৯ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্মার্টফোন খুঁজে দেবে হারিয়ে যাওয়া চাবি
স্মার্টফোন খুঁজে দেবে হারিয়ে যাওয়া চাবি
চাবি, ওয়ালেট বা পার্স খুঁজে পাচ্ছেন না? এমন সমস্যায় কম বেশি সবাইকে পড়তে হয় সব সময়। আপনাদের এসব সমস্যা এবার অবশ্য সমাধান দেবে আপনারই স্মার্টফোনটি। শুধু তাই নয় আপনার গাড়ি, পোষা কুকুর বা বিড়ালটিকেও আপনি খুঁজে পাবেন এর মাধ্যমে।
তবে এজন্য একটি ‘টাইল’ অ্যাপ ডাউনলোড করতে হবে আপনাকে। হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমন জিনিসগুলোতে একটি ছোট্ট ব্যাটারি সম্বলিত প্লাস্টিক ট্যাগ লাগাতে হবে৷ তাহলেই আপনার স্মার্টফোনটি ম্যাপের সাহায্যে আপনাকে জানিয়ে দেবে কোথায় আছে জিনিসটি।
‘টাইল’ এর প্রধান নির্বাহী নিক ইভানস বলেছেন, “হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে এখনও কোনো প্রযুক্তি তৈরি হয়নি৷ তাই এটা নিয়ে আমরা এত উৎসাহী হয়েছিলাম৷ ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে এই অ্যাপটি ৫০ থেকে ১০০ ফিট দূরত্বের মধ্যে হারিয়ে যাওয়া জিনিসটি খুঁজে দেবে৷নেকলেস, ব্রেসলেট, চাবির চেন-এও এভাবে প্লাস্টিক ট্যাগ লাগিয়ে রাখতে পারবেন আপনি৷”
জাপানের আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসে এ ধরনের একটি অ্যাপ ব্যবহার করা হয় যার নাম ‘চিপোলো’। ছোট শিশুরা নির্দিষ্ট সীমার বাইরে গেলে অ্যাপটি তা জানিয়ে দেয়৷ দুটি অ্যাপই বিনামূল্যে পাওয়া যাচ্ছে৷ তবে ওয়াটারপ্রুফ ট্যাগগুলো কিনতে হবে আপনাকে৷ প্রত্যেকটি টাইল ট্যাগের দাম পড়বে ১৯.৯৯ ডলার এবং চিপোলো ট্যাগের দাম ২৯.৯৯ ডলার।