সোমবার ● ৪ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুক ইনবক্সে নতুন স্পাম
ফেসবুক ইনবক্সে নতুন স্পাম
নিয়মিত ফেসবুক ব্যবহার করেন বাঁধন। দিনে অন্তত কয়েকবার ফেসবুকে ঢোকা হয় তার। দু’দিন আগে তার ইনবক্সে আরেক বন্ধু একটি ভিডিও লিঙ্ক পাঠায়। নাবিল-ইউটিউব ভিডিও। নিজের নামে ইউটিউব লিঙ্কসহ ভিডিও দেখে বেশ চমকিত হন তিনি। ক্লিক করতেই স্পাম এ্যাটাকের শিকার হন তিনি। এরপর তার আইডি থেকে এই একই লিঙ্ক ছড়িয়ে পরতে থাকে বন্ধুদের ইনবক্সে।
এবার ফেসবুক ইনবক্সে ইনবক্সে ছড়াচ্ছে স্পাম। ইনবক্সে আসা ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি এই স্পাম দ্বারা আক্রান্ত হবেন। আপনার আইডি থেকে ফ্রেন্ডলিস্টে থাকা অন্যদের ইনবক্সেও চলে যাবে ওই স্পাম।
স্পামটি যার ইনবক্সে আসে তার প্রোফাইল পিকচারটি ব্যবহৃত হয় ওই স্পাম লিঙ্কে। যার ইনবক্সে আসছে এই স্পামটি তার প্রোফাইল পিকচার নিয়ে একটি ছবি ও নাম ব্যবহৃত হয়ে আসবে ইউটিউব ভিডিও লিঙ্ক। কি আছে নিজের ব্যবহৃত ছবিসহ ভিডিওটিতে এমন কৌতহল বশত হয়ে ক্লিক করলেই ছড়িয়ে পরবে স্পাম। ইতিমধ্যেই এই স্পামের শিকার হয়েছেন। এজন্য অনেকে বিব্রতকর পরিস্থিতির মধ্যেও পরছেন।
প্রযুক্তি বিষেজ্ঞরা জানান, এটা এক ধরনের স্পাম। একটু সতর্ক থাকলেই এ ধরনের স্পামের শিকার হতে হবে না। ইনবক্সে আসা এসব লিঙ্কে না জেনে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তারা।