সোমবার ● ৪ আগস্ট ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » স্কাইপির নতুন সংস্করণে সহজ হলো যোগাযোগ
স্কাইপির নতুন সংস্করণে সহজ হলো যোগাযোগ
সম্প্রতি স্কাইপির একটি মেইল নিশ্চয়ই আপনার ইনবক্সে খেয়াল করেছেন। এ চ্যাট মুঘল জানাচ্ছে অ্যানড্রয়েড উপযোগী অ্যাপের নতুন সংস্করণ শিগগির আসছে। আসলে তাই। বুধবার এসে গেছে স্কাইপি নতুন সংস্করণ ৫.০। এর বড় চমক হচ্ছে আপনার ফোনের অ্যাড্রেস বুক থেকে স্কাইপি অ্যাকাউন্টে দ্রুত কন্ট্রাক লিস্ট স্থানান্তর করা যাবে।
ব্যবহারকারীকে প্রথম তার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তারপর সহজেই অ্যাপে কন্ট্রাক লিস্ট সিঙ্ক (sync) করতে পারবেন। এরপর দ্রুতই স্কাইপি কন্ট্রাক লিস্টে ফোনের অ্যাড্রেস বুকের তথ্যগুলো যোগ হবে। এ ছাড়া যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আউটলুকের মতো মাইক্রোসফটের প্রোগ্রামগুলো থেকে কন্ট্রাক লিস্ট স্কাইপিতে নিতে পারবেন।
এর আগের সংস্করণগুলোতে ব্যবহারকারীকেই প্রতিটি কন্ট্রাক আলাদাভাবে যোগ করতে হতো। কিন্তু নতুন এ সংস্করণ দিয়েছে এর স্মার্ট ও সহজ সমাধান।
প্রতিষ্ঠানটির তরফে এক ব্লগ পোস্টে লেখা হয়েছে, কন্ট্রাক খুঁজে নেওয়ার এটা এখন পর্যন্ত সবচেয়ে সহজ পদ্ধতি, যার মাধ্যমে দ্রুতই চেনা মানুষটির সঙ্গে চ্যাট, কল ও শেয়ার করতে পারেন।
তো, আর দেরি কেন? ডাউনলোড করে নিন স্কাইপি ৫.০।