সোমবার ● ১৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচনের উপায়
শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচনের উপায়
শক্তিশালী পাসওয়ার্ড তৈরির একটি বিশেষ পদ্ধতি হলো Bruce Schneier’s method। নিরাপত্তা বিশেষজ্ঞ Bruce Schneier ২০০৮ সালে এই পদ্ধতি উদ্ভাবন করেছিলেন যা এখনো জনপ্রিয়।
এই পদ্ধতির মূল কথা হল: একটি বাক্য নির্বাচন করুন আর এটিকে বানিয়ে ফেলুন পাসওয়ার্ড। বাক্যটি হতে পারে যেকোন কিছু। সেখানকার শব্দগুলো নিয়ে আপনার মনে রাখার মত করে একটি পাসওয়ার্ড বানিয়ে নিন। যেমন:
WOO!TPwontSB = Woohoo! The Packers won the Super Bowl!
PPupmoarT@O@tgs = Please pick up more Toasty O’s at the grocery store.
1tubuupshhh…imj = I tuck button-up shirts into my jeans.
W?ow?imp::ohth3r = Where oh where is my pear? Oh, there.
মনে রাখবেন যেভাবে:
এতো গেল কঠিন পাসওয়ার্ড বানানোর উপায়। কিন্তু এ পদ্ধতির একটা বিরাট সমস্যা রয়েছে। তা হলো কঠিন পাসওয়ার্ড প্রয়োজনের সময় কেউ কেউ মনেই করতে পারেন না। তাই চেষ্টা করুন গুরুত্বপূর্ণ সার্ভিসের জন্য আলাদা আলাদা ইউনিক পাসওয়ার্ড রাখতে। তবে এর বাইরে রয়েছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুল যা কঠিন কাজটিকে আরও সহজ করে দেয়। LastPass কিংবা 1Password এই ক্ষেত্রে বেশ বিশ্বাসযোগ্য। এই ধরনের টুল ব্যবহার করলে আপনার শুধু একটা মাস্টারপাসওয়ার্ড মনে রাখতে হবে।