সোমবার ● ১৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » ইন্ডিয়ান এয়ার ফোর্সের নতুন গেম
ইন্ডিয়ান এয়ার ফোর্সের নতুন গেম
নতুন প্রজন্মকে আকর্ষণ করতে দেশের প্রথম থ্রিডি মোবাইল গেম নিয়ে এল ইন্ডিয়ান এয়ার ফোর্স। বুধবার নতুন গেম `গার্ডিয়ান অব দ্য স্কাইজ` লঞ্চ করে এয়ার মার্শাল এস সুকুমার বলেন, আমাদের প্রচারের এটা একটা উল্লেখযোগ্য মাইলস্টোন। এই গেম নতুন প্রজন্মকে বায়ুসেনায় যোগদানে উৎসাহ জোগাবে।অ্যানড্রয়েড ফোন, উইন্ডোজ ও আইওএস প্ল্যাটফর্মে ফ্রিতেই ডাউনলোড করা যাবে এই গেম।
সুকুমার বলেন, গেম খেলে যাতে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা বিমানবাহিনীর সদস্যদের জীবনের অ্যাডভেঞ্চারের আভাস পান সেই কথা মাথায় রেখে গেম ডিজাইন করা হয়েছে। এখন আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যতে আমরা যে কোনো যুদ্ধে সফল হতে পারি।
বিমানসেনাদের জন্য গেম ডিজাইন করেছে একটি বেসরকারি সংস্থ। বৃহস্পতিবার গেমের প্রথম অংশ লঞ্চের পর অক্টোবরে লঞ্চ করা হবে দ্বিতীয় পার্ট। জারুজিয়া নামক কাল্পনিক দেশের বিরুদ্ধে লড়তে হবে গেমে। সুকুমার জানালেন, ‘গেমের শত্রু কাল্পনিক, গল্পও কাল্পনিক, কিন্তু খেলার অভিজ্ঞতা হবে একদম জীবন্ত।বাংলাদেশ প্রতিদিন