সোমবার ● ১৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাতের ট্যাটুর মাধ্যমে খুলবে সেল ফোন
হাতের ট্যাটুর মাধ্যমে খুলবে সেল ফোন
ট্যাটু দিয়ে খোলা যাবে বন্ধ মোবাইল ফোন। আর এই অসাধারণ সুবিধাটি পাচ্ছেন মটোরোলা মটো এক্স ব্যবহারকারীরা। মটোরোলা এবং ভিভালিঙ্ক মিলে ধাতব পদার্থে তৈরি আঠালো এই ট্যাটু তৈরি করেছে। মাত্র ১ ডলারের বিনিময়ে মটো এক্স ব্যবহারকারীরা বিশেষ ধরনের এ পণ্য ব্যবহার করতে পারবে।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারের অন্যান্য মোবাইল ফোনের তুলনায় মটো এক্স’-তে প্রচুর পরিমাণে স্বতন্ত্র ফিচারের আধিক্য রয়েছে। আর এ মুহূর্তে পণ্যটির জন্য বিশেষ ধরনের এই উদ্ভাবন সত্যিই ব্যবহারকারীদের আরো আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে।
তবে পয়সার মতো আঠোলো এই ডিজিটাল ট্যাটু স্থায়ীভাবে ব্যবহারযোগ্য নয়। তথ্য মতে, ব্যবহারকারী ১০ ডলারে পাবে ১০টি ডিজিটাল ট্যাটু। একটি ট্যাটু ব্যবহার করা যাবে প্রায় ৫ দিন। এটি হাতে লাগিয়ে ফোনটিকে এর সংস্পর্শে আনলেই খুলে যায়। ব্যতিক্রমী এই আইডেন্টিফায়ার ফোনের নিয়ার ফিল্ড কমিউনিকেশনের (এনএফসি) সঙ্গে কাজ করে। বাংলাদেশ প্রতিদিন