সোমবার ● ১৪ জুলাই ২০১৪
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ইন্টারনেটের দাম কমবে গতি বাড়বে : জয়
ইন্টারনেটের দাম কমবে গতি বাড়বে : জয়
প্রধানমন্ত্রী’ শেখ হাসিনা’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ইন্টারনেটের দাম কমাতে ও গতি বাড়াতে প্রয়োজনে নীতিমালা পরিবর্তন করা হবে।
সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট প্রোভাইডার মালিকদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি একথা বলেন।
জয় বলেন, বাংলাদেশে ইন্টারনেটের গতি খুবই কম। এর সমস্যা কোথায়, তা খুঁজে বের করা হবে।’
প্রোভাইডারদের উদ্দেশে জয় বলেন, ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা দরকার। মফস্বল এলকায় ওয়ান এমবিপিএস গতি দেওয়ার উদ্যোগ নিতে হবে।
আজকের সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সচিব আবু বকর সিদ্দিক। এসময় বাংলাদেশ ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।