শনিবার ● ১২ জুলাই ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » সেলফি প্রেমীদের জন্য সনির মোবাইল
সেলফি প্রেমীদের জন্য সনির মোবাইল
এক্সপেরিয়া সি৩ ও সি৩ ডুয়াল নামে দুটি নতুন স্মার্টফোন বাজারে আনছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা সনি। এই দুটি স্মার্টফোন সনি বাজারে আনছে সেলফিপ্রেমীদের কথা মাথায় রেখে। সেলফি হচ্ছে একটি ছবি (আলোকচিত্র) যা নিজেরই তোলা নিজের প্রতিকৃতি, সাধারণত স্মার্টফোন বা ওয়েব ক্যামে ধারণ করা এবং তা যে কোনো সামাজিক মাধ্যমে আপলোড (তুলে দেয়া) করা।
স্মার্টফোন দুইটির দাম এখনও প্রকাশ করেনি সনি কর্তৃপক্ষ। আগস্ট মাস থেকে আন্তর্জাতিক বাজারে এই স্মার্টফোন দুটি উন্মুক্ত করবে তারা।
অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমনির্ভর এই স্মার্টফোন দুটির মধ্যে এক্সপেরিয়া সি৩ মডেলটিতে থাকবে ৫.৫ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লে। ১.২ গিগাহার্টজ কোয়াড কোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ও এক জিবি র্যাম থাকবে এতে।
স্মার্টফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত আট মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সামনের ক্যামেরার বিশেষত্ব হবে এর ওয়াইড অ্যাঙ্গেল ভিউ যাতে গ্রুপ সেলফি বা উইফি তোলা সহজ হবে। এতে থাকবে আট জিবি বিল্ট ইন মেমোরি এবং ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এদিকে সি৩ ডুয়াল হবে দুই সিম সুবিধার স্মার্টফোন।