মঙ্গলবার ● ৮ জুলাই ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আইটিতে আন্তর্জাতিক চাকরি বিষয়ক উন্মুক্ত সেমিনার
আইটিতে আন্তর্জাতিক চাকরি বিষয়ক উন্মুক্ত সেমিনার
ডেফোডিল-জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি) আয়োজন করতে যাচ্ছে, তথ্যপ্রযুক্তিতে আন্তর্জাতিক চাকরি বিষয়ক সেমিনার। উন্মুক্ত এ সেমিনারটি আগামী ১২ জুলাই ২০১৪, শনিবার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক থাকবেন, বাংলা বিজনেস পার্টনারস (বিবিপি) জাপান ও ডিজেআইটির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি। জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়াসহ উন্নত বিশ্বে তথ্যপ্রযুক্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে নিজেকে কিভাবে প্রস্তুত করতে হবে-সেই বিষয়গুলি নিয়ে সেমিনারটি পরিচালিত হবে। যেসব শিক্ষার্থী ইতিমধ্যে আইটি বা অন্যান্য বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করছেন অথবা শেষবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী যারা তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী অথবা যারা আইটিতে চাকরি করছেন তারা এ সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহনকারীদের জন্য রয়েছে বিশেষ উপহার। আসন সীমিত। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১১ জুলাই ২০১৪। অংশগ্রহনের করতে রেজিস্ট্রেশন করতে হবে এই লিংক এ- http://djit.ac/index.php?option=com_rsform&formId=1
অথবা www.djit.ac ওয়েবসাইট থেকেও রেজিস্ট্রেশন করা যাবে।
বিস্তারিত: ০১৭১৩৪৯৩২৮২, ০১৭১৩৪৯৩২৯৯
-তানিম