সোমবার ● ৩০ জুন ২০১৪
প্রথম পাতা » নতুন পণ্য » শিশুদের জন্য কিডস ট্যাবলেট
শিশুদের জন্য কিডস ট্যাবলেট
বাজারে এলো আকর্ষনীয় কালার ও ডিজাইনের বাচ্চাদের ব্যবহার উপযোগী হ্যাভিট ব্র্যান্ডের এইচভি টি-৭১০ মডেলের কিডস ট্যাবলেট। এতে এপ্লিকেশন ম্যানেজমেন্ট, পেরেন্টাল কন্ট্রোল, বুক রিডার, পেইন্টিং, গেমিং সুবিধা সহ রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ৫১২ এমবি র্যাম, ৮ জিবি ষ্টোরেজ মেমোরি, ফ্রন্ট ও রেয়ার ক্যামেরা, ওয়াই-ফাই ও মাইক্রো এসডি কার্ড স্লট । ট্যাবটিতে রয়েছে ১ (এক) বছরের বিক্রোয়োত্তর ওয়ারেন্টি। দাম ৬ হাজার ৮০০ টাকা।
যোগাযোগ: - ০২-৯৬১২৬২৯-৩০, ৯৬৭০৩৭৩, ৯৮৮৭৬৭৩, ৮৯২৩২০১, ০৩১-৭২১৭৩৩।
-তানিম