সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ২৭, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১ জানুয়ারী ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাঙালি বিজ্ঞানী নিয়ে বিশ্বে আলোড়ন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাঙালি বিজ্ঞানী নিয়ে বিশ্বে আলোড়ন
৬৯০ বার পঠিত
রবিবার ● ১ জানুয়ারী ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঙালি বিজ্ঞানী নিয়ে বিশ্বে আলোড়ন

বাঙালি বিজ্ঞানীর নামে রাখা কণা নিয়ে বিশ্বে আলোড়ন, boson particale

ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ভারতবর্ষের গর্ব পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস৷ সাম্প্রতিক সময়ে ‘হিগস-বোসন’ নিয়ে সারা বিশ্বে যে আলোচনা হচ্ছে তার নামের একটি অংশ এসেছে এই বাঙালি বিজ্ঞানীর নাম থেকে৷
আলবার্ট আইনস্টাইনের সঙ্গে মিলে সত্যেন্দ্রনাথ বোস পার্টিকল ফিজিক্স বা কণা পদার্থবিজ্ঞানে অনেক অবদান রেখেছেন৷ তাদের দুজনের নামে ‘বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিকস’ নামে একটি পরিসংখ্যান রয়েছে৷ যেসব কণা এই পরিসংখ্যান মেনে চলে তাদেরকে বলা হয় ‘বোসন’- যেটা সত্যেন্দ্রনাথ বোসের নাম থেকে নেয়া৷ এর কারণ সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন বলেন, ‘‘আলোর ফোটনের যে পরিসংখ্যান, সেটা প্রথম দিয়েছিলেন সত্যেন্দ্রনাথ বোস৷ এবং তিনি যে পরিসংখ্যানের নিয়মটা দিয়েছিলেন সেটা এই গোত্রের যে কণাগুলো রয়েছে সবার জন্য প্রযোজ্য৷”

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিজ্ঞানীরা যে কণার অস্তিত্ব নিয়ে গবেষণা করছেন সেটার নাম হলো ‘হিগস’৷ আর এই হিগসও সত্যেন্দ্রনাথ বোসের দেয়া পরিসংখ্যান মেনে চলে বলে ধারণা করা হয়৷ ফলে তার নাম হয়ে গেছে ‘হিগস-বোসন’৷ কিন্তু কী এই ‘হিগস’? ড. মোমেন বলছেন, ‘‘হিগস হচ্ছে এমন একটা কণা যেটা অন্যান্য কণার জন্য ভর তৈরি করে৷”

তাহলে কেন এই কণাকে নিয়ে এত আলোচনা, কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ? ড. মোমেন বলেন, ‘‘হিগস যদি আবিষ্কৃত হয় তাহলে একসঙ্গে দুটো রাস্তা খুলে যাবে৷ এক, ভর তৈরির মেকানিজমটা জানা যাবে৷ এবং দুই, এর মাধ্যমে কসমোলজির কিছু সমস্যার সমাধান করা যাবে৷”

অনেকে বলছেন হিগসের অস্তিত্ব পাওয়া গেলে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে আরও অনেক কিছু জানা যাবে৷ কিন্তু, এর সঙ্গে একমত নন ড. মোমেন৷ অনেকে আবার এটাকে ‘গড পার্টিকল’ বা ইশ্বরের কণাও বলছেন৷ কিন্তু হিগসকে এমন নামে ডাকতে রাজি নন বিশ্বের বিজ্ঞানীরা৷ তারা বলছেন, এই নামটা গণমাধ্যমের দেয়া৷ ড. মোমেনও তেমনটাই বলছেন৷ তিনি বলেন, ‘‘নোবেলজয়ী পদার্থবিদ লিওন লেডারম্যানের একটি বই আছে যার নাম গড পার্টিকল৷ কিন্তু তিনি আসলে নামটি দিতে চেয়েছিলেন গডড্যাম পার্টিকল৷ কারণ তিনি অনেক বছর ধরে হিগসকে না পেয়ে অনেকটা বিরক্ত হয়ে এর নাম দিয়েছিলেন গডড্যাম পার্টিকল৷ কিন্তু পরে বইয়ের প্রকাশক বললেন এই নাম দিলে অনেক অ্যামেরিকান ক্ষোভ প্রকাশ করতে পারে৷ তাই ঐ প্রকাশক ড্যাম শব্দটি বাদ দিয়ে বইয়ের নাম রাখেন গড পার্টিকল৷”



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মেয়াদপূর্তির আগেই নির্বাচনে যাচ্ছে আইএসপিএবি
ভিভো এক্স২০০ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকছে জাইস টেলিফটো প্রযুক্তি
ছোটদের বিজ্ঞান গবেষণায় চিলড্রেন রিসার্চ ফান্ড
ফিলিপাইনের ডিজিটালাইজেশনে কাজ করছে অরেঞ্জবিডি
সাইবার সুরক্ষায় রবি ও সিসিএএফ’র যৌথ উদ্যোগ
ঢাকা কলেজে প্রযুক্তিপন্যের প্রদর্শনী করল স্মার্ট
দারাজের ১.১ নিউইয়ার মেগা সেল ক্যাম্পেইন
পুরানো ল্যাপটপে ৫০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি শিক্ষার সহযোগী এআই টুল ‘ইংলিশ মেট’
এআই এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি