শুক্রবার ● ২৭ জুন ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিনোদন » অ্যান্ড্রয়েডের সেরা ৫ ফ্রি গেম
অ্যান্ড্রয়েডের সেরা ৫ ফ্রি গেম
হাল আমলে স্মার্টফোনের জগতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর ফোনগুলোই সবচেয়ে বেশি জনপ্রিয়। মূলত মুক্ত সফটওয়্যার ভিত্তিক হওয়াটাই অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তার প্রধান কারণ। এছাড়াও প্লেস্টোরে বিনামূল্যে পাওয়া যায় এমন অ্যাপস ও গেমের আধিক্যও অ্যান্ড্রয়েড ফোনগুলোর জনপ্রিয়তার অন্যতম একটি কারণ। পাঠকদের জন্য বিনামূল্যে খেলা যায় অ্যান্ড্রয়েডের এমন পাঁচটি গেম নিয়েই আজকের আয়োজন।
১. অ্যাসফ্যালট ৮: এয়ারবর্ন
অ্যাসফ্যালট ৮ সিরিজের এয়ারবর্ন গেমটি খেললে মনেই হবে না আপনি ফ্রি গেম খেলছেন। গেমটির কন্ট্রোল সিস্টেম ও অস্ত্রের ব্যবহার খুবই সহজ। সেই সঙ্গে খুব অল্প সময়েই কোনো গেমটি চালু ও বন্ধ করা যায়। এয়ারবর্নের মাধ্যমে পিসির গেমিং এর স্বাদ স্মার্টফোনে দিতে সক্ষম হয়েছে গেমলফট।
২. রিয়াল রেসিং ৩
যদি আপনি রেসিংয়ের ক্ষেত্রে অনিয়ম পছন্দ করেন, গেমের মধ্যেই রেসিং নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চালাতে চান তাহলে রিয়াল রেসিং ৩ আপনার জন্যই। গেমটির চমৎকার গ্রাফিক্স এবং রেসিং সমৃদ্ধ উপকরণ আপনাকে বেশ তৃপ্তি হবে। তবে গেমটি খেলার শর্ত হচ্ছে আপনার ফোনটিকে বেশ শক্তিশালী হতে হবে।
৩. ক্ল্যাশ অব ক্লানস
গেমটিতে নিজের রাজ্য সাজানোর সুযোগ পাবেন। নিজের মতো করে ঘরবাড়ি, গ্রাম, গ্রামের জন্য প্রতিরক্ষা বাহিনী এবং সেই বাহিনীকে প্রশিক্ষণ দেয়া। সবকিছুই আপনি করতে পারবেন। গেমটা খেলার সময় মনেই হতে পারে আপনি সামন্ত যুগের কোনো রাজ রাজড়া বা জমিদার। রেসিং কিংবা গোলাগুলির গেম খেলতে খেলতে ক্লান্ত বোধ করলে খেলতে পারেন ক্ল্যাশ অব ক্লানস। গেমটি খেলতে চাইলে আপনাকে অনলাইনেই খেলতে হবে। কারণ এটি একটি রিয়াল টাইম গেম। যেখানে আপনি চাইলে অন্যান্যদের সঙ্গেও খেলতে পারবেন।
৪. ডটস
যারা সাধারণ গেম খেলে সময় কাটাতে পছন্দ করেন তাদের এই গেমটি ভালো লাগবে। ডটস মূলত একটি পাজেল গেম। গেমটি অনলাইনে খেলার পাশাপাশি একাধিক সঙ্গীর সঙ্গেও খেলার সুবিধা রয়েছে। গ
৫. গ্যালাক্সি অন ফায়ার ২
এই গেমটিতে আপনি একটি স্পেস শিপের দায়িত্বে থাকবেন। স্পেস সিপটি নিয়ে শত্রু পক্ষের সঙ্গে লড়া, ব্যবসা করা এমনকি প্রয়োজনে খনি খননও করতে হবে আপনাকে। গেমটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর গ্রাফিস্কের মান। এছাড়া অস্ত্রগুলোর ব্যবহারও খুব সোজা। প্লে স্টোরে গেমটির জনপ্রিয়তা দেখে ধারণা করা যায় খুব শীগরই গেমটির পিসি সংস্করণ বাজারে আসবে।