বুধবার ● ৯ এপ্রিল ২০১৪
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » জাতীয় বুট ক্যাম্পে যেকোন এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপার অংশ নিতে পারবে, রেজিস্ট্রেশন চলছে
জাতীয় বুট ক্যাম্পে যেকোন এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপার অংশ নিতে পারবে, রেজিস্ট্রেশন চলছে
এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপারদের নিয়ে আগামী ১৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বুট ক্যাম্প। এই বুট ক্যাম্পে জাতীয় পর্যায়ে মোবাইল এ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ গ্রহণকারী ডেভলপার ছাড়াও সারা দেশের যেকোন এ্যান্ড্রয়েড এ্যাপ্লিকেশন ডেভলপাররা অংশ নিতে পারবেন। আগ্রহী এ্যাপ ডেভলপাররা www.nationalappsbd.com ওয়েব সাইট থেকে নিবন্ধনের মাধ্যমে বুট ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবেন। ঢাকা জেলার রেজিস্ট্রেশনের সময়সীমা ১৫ ই এপ্রিল। জাতীয় বুটক্যাম্পটি পরিচালনা করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এমসিসি লি.।