রবিবার ● ৬ এপ্রিল ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার রান্না হবে প্রিন্টারে !!!
এবার রান্না হবে প্রিন্টারে !!!
এবার রান্না হবে প্রিন্টারে। হ্যাঁ, সাম্প্রতিক সময়ে প্রযুক্তির কল্যাণে জীবনের প্রায় সবক্ষেত্রই তুলনামূলক সহজ হয়ে গেছে। রান্না করতে হলে সাধারণত গ্রাহককে খাদ্যসামগ্রী কাটাকাটি থেকে শুরু করে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। কিন্তু এ প্রিন্টারে খাবার তৈরিতে এ ধরনের কোনো ঝামেলাই পোহাতে হবে না গ্রাহককে। শুধু খাদ্যসামগ্রী ইনপুট দিলেই নির্দিষ্ট সময় পর খাবার তৈরি হয়ে যাবে।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্টার ট্রেক সম্প্রতি এ প্রিন্টার তৈরি করতে পেরেছে বলে এক বিবৃতিতে জানায়। গণ মাধ্যম বিজনেস ইনসাইডারে এ খবর প্রকাশিত হয়েছে।‘ফুডিনি’ নামের প্রিন্টারটি তৈরি করতে প্রতিষ্ঠানটির প্রায় ৫০ হাজার ডলার ব্যয় হয়েছে। স্টার ট্রেকের ভাষ্যমতে, এটি খাবার প্রস্তুতকারী বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টার। বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, খাবার প্রস্তুতকারী বিশ্বের প্রথম প্রিন্টারটির মাধ্যমে যেকোনো খাবার তৈরি সম্ভব। তবে এতে প্রয়োজনীয় অনুষঙ্গ সরবরাহ করতে হবে। এ প্রিন্টারে তৈরি খাবারের গুণগত মানে পরবির্তন হবে না।
ফুডিনি প্রিন্টারটির বিশেষ বৈশিষ্ট্য, এটি প্রাকৃতিক খাদ্যসামগ্রী থেকে খাবার তৈরি করে থাকে। যেমন চাল, গম ইত্যাদি। ফলে গ্রাহকদের খাবারের গুণগত মান নিয়ে দুশ্চিন্তার কোনো সুযোগ নেই বলে জানায় নির্মাতা প্রতিষ্ঠানটি।
প্রিন্টারটির এখনো বাণিজ্যিক উত্পাদন শুরু না হলেও প্রতিষ্ঠানটি এখন থেকেই অগ্রিম সরবরাহ আদেশ গ্রহণ করা শুরু করেছে। গ্রাহকরা অগ্রিম ৯৯৯ ডলার দিয়ে প্রিন্টারটি কিনতে বুকিং দিতে পারবেন।