বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০১৪
প্রথম পাতা » আইসিটি পড়াশোনা » বাংলাদেশ আইটি টেলেন্ট কনটেষ্ট-২০১৪ রেজিষ্ট্রেশন শুরু
বাংলাদেশ আইটি টেলেন্ট কনটেষ্ট-২০১৪ রেজিষ্ট্রেশন শুরু
জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ আইটি টেলেন্ট কনটেষ্ট-২০১৪ অংশ গ্রহণের নিমিত্তে অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।
১ম পর্যায়ে ২০ জন প্রতিযোগিকে জাপানে কর্মসংস্থানের সুযোগ দেয়া হবে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে অধ্যয়নরত শেষ বর্ষের শিক্ষার্থী, পাশকৃত গ্র্যাজুয়েট অথবা সফটওয়্যার প্রফেশনালগণ উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি ৪ টি ধাপে অনুষ্ঠিত হবে। ১ম ধাপে এমসিকিউ পদ্ধতিতে আইকিউ টেষ্ট অনলাইন এর মাধ্যমে প্রাথমিক বাছাই হবে।
২য় ধাপে স্থানীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রোবলেম সলভিং টেষ্ট অনুষ্ঠিত হবে ।
তৃতীয় ধাপে লোকাল ইন্টারভিউ নিয়ে চুড়ান্ত করা হবে । বাছাই পর্বে দেশীয় আইটি বিশেষজ্ঞদের সাথে গুগল এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপান এর চেয়ারম্যান নরিও মুরাকামি অতিথি বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সবশেষে জাপানী চাকরিদাতা কর্তৃক চুড়ান্ত ইন্টারভিউ গ্রহণ করে প্রার্থী চুড়ান্ত করা হবে।
১ম পর্ব ২২ ফেব্রুয়ারী ও ২য় পর্ব ২৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। আবেদনপত্র ২০ ফেব্রুয়ারী ২০১৪ ইং পর্যন্ত গ্রহণ করা হবে। উল্লেখ্য, বাংলা বিজনেস পার্টনার (বিবিপি), জাপান এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি’র সহযোগিতায় দেশের আইটি প্রফেশনাল/ শিক্ষার্থীদের নিয়ে উক্ত প্রতিযোগিতা অুষ্ঠিত হবে।
ওয়েবসাইট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা ও বিস্তারিত তথ্য জানা যাবে-