বুধবার ● ২২ জানুয়ারী ২০১৪
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ৯৭টি দেশে ফোরজি লং টার্ম ইভোলুশন নেটওয়ার্ক চালু হয়েছে
৯৭টি দেশে ফোরজি লং টার্ম ইভোলুশন নেটওয়ার্ক চালু হয়েছে
বাণিজ্যিকভাবে বিশ্বের ৯৭টি দেশে ফোরজি লং টার্ম ইভোলুশন (এলটিই) নেটওয়ার্ক চালু হয়েছে। গ্লোবাল মোবাইল সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (জিএসএ) সুত্র মতে , এসব দেশে মোট ২৬৩টি এলটিই নেটওয়ার্ক এখন সেবাদান করছে। এর মধ্যে ১১২টি নেটওয়ার্ক চালু হয়েছে ২০১৩ সালে।
বর্তমানে ১৪৪টি দেশে কার্যরত ৫০৮টি অপারেটর এলটিই নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ৪৫৬টি অপারেটর এরই মধ্যে প্রাথমিকভাবে এলটিই নেটওয়ার্ক চালু কিংবা এ ধরনের প্রযুক্তি স্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
জিএসএর সভাপতি অ্যালান হ্যাডেন জানান, চলতি বছরের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে ৩৫০টিরও বেশি বাণিজ্যিক এলটিই নেটওয়ার্ক চালু থাকবে। তিনি বলেন, ‘চলতি বছর এলটিই নেটওয়ার্কের বিস্তারের পাশাপাশি এলটিই-অ্যাডভান্স প্রযুক্তির বিভিন্ন বৈশিষ্ট্য সংযোজন, এলটিই নেটওয়ার্কে ভয়েস সেবা (ভিওএলটিই) ও আন্তর্জাতিক এলটিই রোমিং সেবা চালুর দিকে নজর দেবে অপারেটররা।’
এলটিই প্রযুক্তিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন ডুপ্লেক্স (এফডিডি)। আর এলটিই ব্যান্ড হিসেবে অধিক হারে ব্যবহার হচ্ছে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ। বর্তমানে বাণিজ্যিকভাবে প্রচলিত ৪৪ শতাংশ এলটিই নেটওয়ার্কেই এ দুটি মান অনুসার করা হচ্ছে।
তবে চীনে উদ্ভাবিত টাইম ডিভিশন ডুপ্লেক্স (টিডিডি) প্রযুক্তিটিও জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে বিশ্বব্যাপী চালু এলটিই নেটওয়ার্কগুলোর ১০ শতাংশ এ প্রযুক্তির। তবে বিশ্বব্যাপী চালু থাকা ২৮টি টিডি-এলটিই নেটওয়ার্কের মধ্যে ১৩টিতে টিডিডি ও এফডিডি উভয় প্রযুক্তিই ব্যবহার করা হয়েছে। সুত্র- টেলিকম এশিয়া।