শনিবার ● ৯ নভেম্বর ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » উদ্যোক্তা বুট ক্যাম্পে অংশগ্রহনের জন্য আবেদনের সময় বাড়লো
উদ্যোক্তা বুট ক্যাম্পে অংশগ্রহনের জন্য আবেদনের সময় বাড়লো
সময় বাড়লো ‘উদ্যোক্তা বুট ক্যাম্প’র আবেদন করার। আয়োজক সূত্রে জানা গেছে, উদ্যোক্তদের আরো বেশী সুযোগ দিতে আগামী ১০ নভেম্বর রাত ১০টা পর্যন্ত ক্যাম্পে অংশগ্রহনের জন্য রেজিষ্ট্রশন করতে পারবেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ও ফেসবুক ভিত্তিক ‘চাকরি খুঁজবো না চাকরি দেব’ গ্রুপের ‘উদ্যোক্তা বুট ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘উদ্যোক্তা বুট ক্যাম্প’। তিন দিনব্যাপি এই বুট ক্যাম্প রাজধানীর মোহাম্মদপুর আদাবরে অবস্থিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এই বুট ক্যাম্পে রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উদ্যোক্তা প্রঢেসর ড. সিদ্দিক -ই- রাব্বানী, ফিউচার লিডার্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী এম আহমেদ, ভিডিভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক মওকত হোসেন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সামাদ মিরআলী, অপটিমার ব্যবস্থাপনা পরিচালক কাজী মুর্শদে হায়দার, বিটিআরসির ডেপুটি পরিচালক লে কর্নেল রাকিব হাসান প্রমূখ। ক্যাম্পের পরিচালনায় থাকবেন চাকরু খুজবনা গ্রুপরে এডমিন সাজ্জাদ হোসন, বেটার স্টোরিজের এমডি মিনহাজ আনোয়ার ও বিডিএওসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।
যারা ইতিমধ্যেই উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন এবং যারা উদ্যোক্তা হতে চান তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, হিসাব বা বিপণন নিয়ে আলোচনা করার সুযোগ দিতেই এই উদ্যোগ।
বিডিওএসএন’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রমি নাহিদ জানান, “উদ্যোক্তাদের নানা চড়াই উৎরাই পেরিয়ে স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। তবে এই বিষয়ে আগেভাগে জানা থাকলে উদ্যোক্তা হবার পথটি সহজ হয়। আর জানার এই সুযোগ তৈরি করে দিতেই আয়োজিত হবে ‘উদ্যোক্তা বুট ক্যাম্প’। এটি এমন একটি আয়োজন যেখানে কয়েকজন উদ্যোক্তা এবং যারা উদ্যোক্তা হতে চান তারা নিজেদের চ্যালেঞ্জ আর অভিজ্ঞতা বিনিমিয় করবেন। পাশাপাশি থাকবে বিষয় বিশেষজ্ঞদের অংশগ্রহণ। তিন দিন-দুই রাতের এই ক্যাম্পে নানান বিষয় প্রধান্য পাবে”।
প্রমি নাহিদ আরো জানান, ‘ক্যাম্প হবে আবাসিক। প্রত্যেক অংশগ্রহণকারীকে শেয়ারড রুমে (৫-৬ জন) থাকতে হবে এবং রাতে অবশ্যই ক্যাম্পে অবস্থান করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ক্যাম্পেই অবস্থান করতে হবে’।
ক্যাম্পে অংশগ্রহণের চার্জ ৪ হাজার টাকা। আগ্রহী যে কেউ এই http://www.uddokta.com.bd/uddokta-camp/ লিংক থেকে ক্যাম্পে অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।