বুধবার ● ২ অক্টোবর ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ক্যামব্রিয়ানে “ট্রেনিং অন প্রডিউসিং লো-কষ্ট সায়েন্স টিচিং ম্যাটেরিয়ালস” শীর্ষক ওয়ার্কশপ শুরু
ক্যামব্রিয়ানে “ট্রেনিং অন প্রডিউসিং লো-কষ্ট সায়েন্স টিচিং ম্যাটেরিয়ালস” শীর্ষক ওয়ার্কশপ শুরু
২ অক্টোবর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে তিনদিন ব্যাপী ” ট্রেনিং অন প্রডিউসিং লো-কষ্ট সায়েন্স টিচিং ম্যাটেরিয়ালস” শীর্ষক ওয়ার্কশপ শুরু হয়েছে । ওয়ার্কশপটি ৪ অক্টোবর পর্যন্ত চলবে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে এর ৮ টি ক্যাম্পাস থেকে সাধারন বিজ্ঞান ও পদার্থবিজ্ঞান এর শিক্ষকগন এই ওয়ার্কশপে অংশ গ্রহন করেছেন। ওয়ার্কশপের মাধ্যমে শিক্ষকগন সহজলভ্য জিনিস দিয়ে বিজ্ঞানের উপকরন তৈরি করে ছাত্রদের ব্যাবহারিক জ্ঞান বাড়াতে পারবেন।ক্যাম্পাস-৩ এর পদার্থবিজ্ঞানের শিক্ষক আবুল কালাম বলেন - এই আয়োজন নিঃসন্দেহে আমাদের জন্য অনেক উপকার হবে, বিশেষ করে ছাত্র-ছাত্রীদের আনন্দের সাথে বিজ্ঞানের অনেক জটিল ঘটনা সহজ করে বুঝাতে পারবো। এজন্য ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানান তিনি।
ওয়ার্কশপের প্রশিক্ষক মোঃ রেজাউল করিম বলেন- বিজ্ঞানাগের যন্ত্রপাতির অনেক দাম হওয়ায় অনেক স্কুল কলেজের পক্ষে কেনা সম্ভব নয়। তাছাড়া বিজ্ঞানের অনেক ঘটনা যা কিনা আমাদের আসেপাশের জিনিস দিয়ে সহজে ব্যাখ্যা করা যায়। এ গুলো শিক্ষকগন আয়ত্ব করলে ছাত্র-ছাত্রীদের সহজে বুঝাতে পারবে। ওয়ার্কশপটি উদ্বোধন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক, মোঃ আব্দুল্লাহ আবু তারেক। ওয়ার্কশপের মিডিয়া পার্টনার আইসিটি নিউজ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে ।