বুধবার ● ২৯ জুন ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুগলকে ৩৪ হাজার ৬০০ মার্কিন ডলার জরিমানা করেছে তাইওয়ান
গুগলকে ৩৪ হাজার ৬০০ মার্কিন ডলার জরিমানা করেছে তাইওয়ান
মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ডাউনলোড অ্যাপ্লিকেশন ক্রয়ের ক্ষেত্রে সাত দিনের পরীক্ষামূলক ব্যবহারের সুযোগ না দেওয়ার অপরাধে গুগল ইনকরপোরেশনকে জরিমানা করেছে তাইওয়ান। জরিমানার পরিমান ৩৪ হাজার ৬০০ মার্কিন ডলার। সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
তাইওয়ানের ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী ইন্টারনেটের মাধ্যমে যে কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের সাত দিনের জন্য পরীক্ষামূলক ব্যবহারের সুযোগ দিতে হয়,কিন্তু তাইওয়ান প্রশাসন প্রমাণ পেয়েছে যে গুগল এবং অ্যাপল এই আইন ভঙ্গ করেছে ।
৮ জুন প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক নীতি পরিবর্তন করতে তাইওয়ান প্রশাসন অনুরোধ জানায়।
তাইপে সিটি গভর্নমেন্টের ভোক্তা সংরক্ষণের প্রধান বিটি চেন বলেন, ‘অ্যাপল এই নীতি পরিবর্তন করলেও গুগল তাতে অস্বীকৃতি জানায়।’
তিনি বলেন- এরপর থেকে গুগল তাইওয়ানের ব্যবহারকারীদের জন্য অর্থের বিপরীতে অ্যাপ্লিকেশন বিক্রি বন্ধ করে দেয়।
১ জুলাইয়ের মধ্যে গুগল ব্যবসায়িক নীতি না পাল্টালে আবার একই ধরনের জরিমানা করা হবে।