বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৩
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ভারতে ইমেইল ভীতি!!
ভারতে ইমেইল ভীতি!!
ভারতে সরকারি কাজে বন্ধ হয়ে যেতে চলেছে ইয়াহু, জিমেইল ছাড়াও বেশ কিছু ইমেইল সেবা। ভবিষ্যতে ব্যবহার হবে একমাত্র ‘এনআইসি.ইন’ ইমেইল পরিসেবা। যদিও সরকারিভাবে দপ্তরগুলোতে এখনও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এসে পৌছায়নি। তবে ‘ডিপার্টমেন্ট অব টেলিকমুনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলোজি’ দপ্তরে এ বিষয় নিয়ে জোড় চর্চা চলছে।এ দপ্তরের সচিব জে সত্যনারায়ণ বলেছেন, আমরা ইমেইল নীতি নিয়ে কাজ করছি। সরকারি কর্মীদের ‘এনআইসি.ইন’ ব্যবহার করতে বলা হতে পারে। আগামী দুমাসের মধ্যে নতুন ইমেইল নীতি চালু হতে পারে।
যদিও এ নতুন নীতির কারণ সম্পর্কে তিনি কিছু পরিষ্কার করে জানাতে চাননি। তবে ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ সরকারি তথ্যের গোপনীয়তা রক্ষা করতেই এ ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নীতি কার্যকরী হলে সরকারের তরফ থেকে ৫-৬ লাখ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের কাছে সরকারি কাজে শুধু ‘এনআইসি.ইন’ ব্যবহারের দিকনির্দেশনা আসতে পারে।
প্রসঙ্গত, এতদিন অবধি এ বিদেশি সংস্থাগুলোর ইমেইল পরিসেবা ব্যবহার করা হতো সরকারি কাজে। এই ইমেইলগুরোর সার্ভার মূলত বিদেশি। ফলে তথ্যের সুরক্ষার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এ সুরক্ষা জোরদার করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কিছুদিন আগেই ঘটে যাওয়া ‘স্নোডেন’-এর স্বীকারোক্তি এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থার এ কর্মী প্রকাশ্যে জানিয়ে দেন, তারা গোপনে ভারত ছাড়াও বিভিন্ন দেশের ইমেইলের ওপর গোয়েন্দা নজরদারি করতেন। এ ঘটনা প্রকাশ্যে আসার পর ভারত সরকারের নেওয়া এ নতুন নীতির পরিকল্পনা খুবই তাৎপর্যপূর্ণ।