মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » চলছে এপনিক ৩৬ সম্মেলন
চলছে এপনিক ৩৬ সম্মেলন
মোহাম্মদ কাওছার উদ্দীন, শিয়ান সিটি চীন থেকে
এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক) এর আয়োজনে চীনের শিয়ান সিটিতে চলছে এপনিক সম্মেলন ‘এপনিক ৩৬ কনফারেন্স’। গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে আগামী ৩০ আগস্ট। সম্মেলনে ২০-২৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ট্রেনিং ওয়ার্কশপ। এরপর ২৬ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে মূল সম্মেলন। এখন মূলত ইন্টারনেট গভর্নেন্সসহ ইন্টারনেটের বিভিন্ন পলিসি ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল ২৭ আগস্ট বিভিন্ন টেকনিক্যাল সেশনের পাশাপাশি এপনিক সার্ভিস বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়। সেশনে এপনিকের বিভিন্ন বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন বিভিন্ন বিভাগের প্রধানরা। এ সময় এপনিকের ইন্টারনেট রিসোর্স সার্ভিস ম্যানেজার গুয়ানগ্লিয়াং ফ্যান ‘আইপিভি৪ ট্রান্সফার আপডেট’, মেম্বার সার্ভিস ম্যানেজার জর্জ কোয়াই ‘লোকাল কমিউনিটি এনগেজমেন্ট আপডেট’, ট্রেনিং ইউনিট ম্যানেজার চ্যাম্পিকা ওয়াইজাইয়াতুংগা ‘ট্রেনিং আপডেট’, টেকনিক্যাল ডিরেক্টর বায়রন এলাকোট ‘হুইজ সার্ভিস আপডেট’ এবং সিনিয়র পলিসি স্পেশালিস্ট এডাম গসলিং ‘ইন্টারনেট ট্রান্সপারেন্সি রিপোর্ট’ সম্পর্কে বিস্তারিত জানান।
এছাড়া মহিলা প্রতিনিধিদের নিয়ে ‘ওমেন ইন আইটি’ বিষয়ক একটি সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর এশিয়া প্যাসেফিক অঞ্চলের রিজিওনাল ডিরেক্টর ড. ইয়ুন জ্যু কিম, আফ্রিকান নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এফ্রিনিক) এর চীফ অপারেশনস অফিসার এ্যান রিসাল ইন এবং বেইজিং পোস্ট এন্ড টেলিকমিউনিকেশনস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জিয়াহোং হুয়াং। তারা তথ্যপ্রযুক্তিতে নারীদের অংশগ্রহনের বিষয়ে আলোচনা করেন।
সম্মেলনের বিভিন্ন সেশন ইন্টারনেটে ওয়েবকাস্ট করা হচ্ছে এবং যে কেউ ইচ্ছা করলে রিমোট অংশগ্রহনের মাধ্যমে সেশনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। সম্মেলনের স্থানীয় আয়োজক চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (সিএনএনআইসি) এবং বেইজিং ইন্টারনেট ইনস্টিটিউট (বিআইআই)।
এছাড়া এপনিকের এই সম্মেলন আয়োজনে সহযোগিতা করছে চায়না মোবাইল, চায়না ইউনিকম, চায়না টেলিকম, গুগল, ইন্টারনেট সোসাইটি, আইপিটিপি নেটওয়ার্কস, নেটওয়ার্ক স্টার্টআপ রিসোর্স সেন্টার (এনএসআরসি) সহ বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানতে ব্রাউজ করুন http://conference.apnic.net/36।