মঙ্গলবার ● ৬ আগস্ট ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » দশ লক্ষ মোবাইল-এ্যাপস ডেভলপার প্রস্তুতের উদ্যোগ
দশ লক্ষ মোবাইল-এ্যাপস ডেভলপার প্রস্তুতের উদ্যোগ
মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে বিভিন্ন ই-সেবা জনগণের হাতের মুঠোয় নিশ্চিত করতে মোবাইল ফোনে ব্যবহার উপযোগী এ্যাপস তৈরির লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে ১০ লক্ষ মোবাইল এ্যাপস ডেভলপার প্রস্তুতের উদ্যোগ নেয়া হয়েছে। মিলিয়ন এ্যাপস ডেভেলপারস (ম্যাড) নামের একটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ১০ লক্ষ মোবাইল এ্যাপস ডেভলপার প্রস্তুতত করা হবে। বাংলাদেশের ১০ কোটি মোবাইল গ্রাহক ও স্মার্টফোনের দিকে দ্রুত পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশের জন্য একটি নতুন ব্র্যান্ড ‘গ্লোবাল মোবাইল অ্যাপ ডেভেলপম্যান্ট ডেসটিনেশন’ হিসেবে পরিচিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএসএইড এর কারিগরি সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডক্যাম্প এর মধ্যে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক অনুযায়ী, ১০ লক্ষ দক্ষ মোবাইল এ্যাপস ডেভলপার ও ডিজাইনার প্রস্তুতের জন্য ক্লাউডক্যাম্প ২০১৬ সালের মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের আইসিটি গ্র্যাজুয়েট, তথ্যপ্রযুক্তিতে আগ্রহী তরুণদের প্রশিক্ষণ প্রদান করবে। উচ্চতর ডিগ্রি না থেকেও তথ্যপ্রযুক্তিতে সাধারণ ধারণাসম্পন্ন যেকেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এর বাইরে সরকারি কর্মকর্তাদেরও ক্লাউড এ্যাপস প্রস্তুত ও কম্পিউটিং বিষয়েও প্রশিক্ষণ দেয়া হবে এই কর্মসূচির মাধ্যমে। সরকারের জন্য ক্লাউড অবকাঠামো প্রস্তুতিতেও ক্লাউডক্যাম্প সহযোগিতা প্রদান করবে। এটুআই ও ক্লাউডক্যাম্প যৌথভাবে মোবাইল এ্যাপস বিষয়ে সাধারণ ও ওয়েব ক্যাম্পেইন, হ্যাকাথন আয়োজন এবং দেশে-বিদেশে বাজারে তৈরির ক্ষেত্রে কাজ করবে। একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম পুরো উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে কৌশলগত সহায়তা, পলিসি সহায়তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধন করবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এট্আুই প্রোগ্রাম এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং ক্লাউডক্যাম্প এর সমন্বয়কারী মো. মাহাদি-উজ-জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এটুআই প্রোগ্রাম ও ক্লাউড ক্যাম্পের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।