সোমবার ● ২৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » উইন্ডোজ ফোন ষ্টোরে নিজস্ব শেলফ চালু করল গ্রামীণফোন
উইন্ডোজ ফোন ষ্টোরে নিজস্ব শেলফ চালু করল গ্রামীণফোন
গ্রাহকদের অ্যাপ এবং গেম ডাউনলোড করার সুবিধার্থে মাইক্রোসফট উইন্ডোজ ফোন ষ্টোরে নিজস্ব শেলফ চালু করল গ্রামীণফোন।
গ্রাহকরা এখন সহজেই উইন্ডোজ ফোন স্টোরে ক্লিক করে গ্রামীনফোন-এর শেলফ “জিপি’স চয়েস” থেকে অ্যাপ এবং গেম খুঁজে নিতে পারবে।
গ্রামীণফোন-এর কর্পোরেট হেডকোয়ার্টারে এ সংক্রান্ত এক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের এন্টারপ্রাইজ এন্ড পার্টনার গ্র”পের ডিরেক্টর মোহাম্মদ আসিফ, নকিয়া ইমার্জিং এশিয়া লিমিটেডের মার্কেটিং লিড সৈয়দ মাহমুদুল হাসান এবং গ্রামীণফোন-এর হেড অব প্রোডাক্ট হাসিবুল হক।
পূর্বে, ২০১২ সালের আগস্ট মাসে টেলিনর এবং মাইক্রোসফট উইন্ডোজের ইকোসিস্টেম প্রসারের লক্ষ্যে এক বৈশ্বিক চুক্তি স্বাক্ষর করে।
উইন্ডোজ ফোন ষ্টোরে ১৬৫,০০০ এরও বেশি অ্যাপ এবং গেম রয়েছে এবং এই সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এই উদ্যোগ গ্রামীণফোন-এর গ্রাহকদের জন্য তাদের পছন্দনীয় অ্যাপ উইন্ডোজ ফোনে সার্চ এবং ডাউনলোড করার সেবা আরো সহজতর করবে। এই উদ্যোগ স্থানীয়ভাবে তৈরী অ্যাপ-কে তুলে ধরার জন্যও একটি চমৎকার মাধ্যম।
উইন্ডোজ ফোন স্টোর মোবাইল অপারেটরের বিল-এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধাও দিয়ে থাকে। গ্রামীণফোন এখন এই সুবিধার অন্তর্ভুক্ত হওয়ায় এখন গ্রামীণফোন গ্রাহকরাও তাদের গ্রামীণফোন অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশি টাকায় উইন্ডোজ ফোন অ্যাপ কিনতে পারবে।