সোমবার ● ২৯ জুলাই ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » পেনড্রাইভে চালানোর সুবিধা সম্মৃদ্ধ হিটাচি মাল্টিমিডিয়া প্রজেক্টর
পেনড্রাইভে চালানোর সুবিধা সম্মৃদ্ধ হিটাচি মাল্টিমিডিয়া প্রজেক্টর
হিটাচি ব্র্যান্ডের CP-X2530WN মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টরটিতে রয়েছে ২৭০০ এএনএসআই লুমেন্স উজ্জ্বলতা, এক্সজিএ রেজ্যুলেশন, কন্ট্রাস্ট রেশিও ৪০০০:১ এবং ৬০০০ ঘন্টা ল্যাম্প লাইফ প্রদানে সক্ষম। প্রজেক্টরটিকে পিসি ছাড়াই সরাসরি পেনড্রাইভ থেকেও চালানো যায় এবং আর জে ৪৫ এর মাধ্যমে ল্যানে সংযুক্ত করা যায়। এতে আরও রয়েছে ৩ এলসিডি পেনাল প্রযুক্তি এবং এর হাইব্রিড ফিল্টার প্রচলিত ফিল্টারগুলোর চেয়ে ৫০০০ ঘন্টা বেশী চলে। এই প্রোজেক্টর এ আছে HDMI পোর্ট যা দিয়ে সর্বাধুনিক অডিওভিজুয়াল একুইপমেন্টের সাথে সংযোগ করে উন্নত পিকচার কোয়ালিটি পাওয়া যায়। পোর্টেবল এ প্রজেক্টর টির ওজন মাত্র ৩ কেজি। বাংলাদেশে পণ্যটি বাজারজাত করছে ওরিয়েন্টাল সার্ভিস এভি [বিডি] লিমিটেড। যোগাযোগ- ০১৭১৫-৩৪৭০৪৮।